কোনও বাইরের লোক চিকিৎসা পাবে না দিল্লিতে! সুপারিশ সরকারের তৈরি চিকিৎসক কমিটির

Last Updated:

করোনা ভাইরাসের সংক্রমণের দাপটে হাসপাতালে বেড পাওয়া দায় ৷ তাই যে হারে সংক্রমণ বাড়ছে তাতে রোগীদের জন্য দরকার আরও বেড ৷

#নয়াদিল্লি: করোনা পরিস্থিতি চিকিৎসা পাওয়া নিয়ে নয়া উদ্বেগ ৷ এবার দিল্লির হাসপাতালে চিকিৎসা পাবেন শুধু দিল্লিবাসীরাই ৷ এমন সম্ভাবনাই তৈরি হয়েছে ৷ দিল্লিতে স্থানীয় ব্যক্তি ছাড়া অন্য কারোর চিকিৎসা করা সম্ভবপর আর হবে ৷ করোনা পরিস্থিতিতে আপ সরকারের তৈরি পাঁচ চিকিৎসকের কমিটি সরকারকে পেশ করা রিপোর্টে এমনটাই জানিয়েছেন ৷ দিল্লি সরকার গত সপ্তাহেই ডাঃ মহেশ ভার্মার নেতৃত্বে পাঁচ চিকিৎসকের কমিটি গঠন করে৷
সূত্রের খবর, চিকিৎসকদের পেশ করা রিপোর্টে বলা হয়েছে, রাজধানীর এই মুহূর্তে যা স্বাস্থ্য পরিকাঠামো তা দিল্লিবাসীদেরই প্রাধান্য দিয়ে চিকিৎসা করা উচিত ৷ করোনা ভাইরাসের সংক্রমণের দাপটে হাসপাতালে বেড পাওয়া দায় ৷ তাই যে হারে সংক্রমণ বাড়ছে তাতে রোগীদের জন্য দরকার আরও বেড ৷ আজকের দিনে দাঁড়িয়ে দিল্লিতে সব হাসপাতাল মিলিয়ে যত সংখ্যক বেড আছে, তা ৩ দিনের মধ্যে ভরে যাবে ৷ এর থেকে বেশি রোগীর চিকিৎসার ভার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর পক্ষে বহন করা প্রায় অসম্ভব কাজ বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে ৷ উল্লেখ্য, করোনা সংক্রমণের মোকাবিলা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ১ জুন রাজধানীর সীমানা সীল করার বিষয়ে জনতার পরামর্শ চেয়েছিলেন ৷ ২ জুন কেজরিওয়াল সরকার বিশেষজ্ঞদের কমিটিও তৈরি করে ৷
advertisement
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাঁচ চিকিৎসক কমিটির সুপারিশ ও প্রস্তাব যদি লাগু করেন, তাহলে আপাতত দিল্লিতে বাইরে থেকে আসা রোগীরা চিকিৎসা পাবেন না ৷ একইসঙ্গে করোনা ছাড়া অন্য কোনও রোগে আক্রান্ত রোগীদেরও অনেক সমস্যায় পড়তে হতে পারে ৷ দিল্লিবাসী নয়, করোনা ছাড়া অন্য কোনও রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও একই নিয়ম লাগু করা হবে কিনা সে বিষয়ে চিকিৎসদের রিপোর্টে কিছু বলা হয়েছে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি ৷
advertisement
advertisement
শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৩৩০ জনের নতুন করে সংক্রমণের রিপোর্ট ধরা পড়েছে ৷ দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ করোনায় মৃত্যু হয়েছে ৭০৮ জনের ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
কোনও বাইরের লোক চিকিৎসা পাবে না দিল্লিতে! সুপারিশ সরকারের তৈরি চিকিৎসক কমিটির
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement