Diwali: ‘স্বচ্ছ দিওয়ালি, শুভ দিওয়ালি’ প্রচার শুরু করল আবাসন ও নগর মন্ত্রক; অংশ নিতে পারেন আপনিও

Last Updated:

গত ৬ নভেম্বর থেকে শুরু হয়েছে এই প্রচারাভিযান। চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। দীপাবলির সাংস্কৃতিক তাৎপর্যকে স্বচ্ছ ভারত অভিযান এবং পরিবেশবান্ধব জীবনযাত্রার সঙ্গে মিলিয়ে দেওয়াই এই প্রচারাভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য।

নয়া দিল্লিঃ সামনেই দীপাবলি। আলোর উৎসব। দীপাবলির ঠিক আগে ঘরদোর পরিষ্কার করা হয়। এই রীতিও বহু প্রাচীন। তবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু যে বাড়িতেই সীমাবদ্ধ থাকে, তা নয়। রাস্তাঘাট, বাজার এবং আশপাশের এলাকাগুলিতেও চলে সাফাই অভিযান। এলাকার মানুষ দল বেঁধে সাফাইয়ের কাজে হাত লাগান। উৎসব যেন হয়ে ওঠে মানুষে মানুষে মিলন মঞ্চ।
আরও পড়ুনঃ ছট উৎসবে বিরাট উপহার, একাধিক রুটে ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন চালাবে রেল
সাফাইয়ের পর্বে পুরনো এবং অব্যবহৃত জিনিসগুলিকে সরিয়ে ফেলা হয়। বদলে কেনা হয় নতুন জিনিস। এটাকে নতুন শুরু এবং শৃঙ্খলার প্রতীক হিসেবে দেখা হয়। এই ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রচারাভিযান শুরু করল আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক। নাম ‘স্বচ্ছ দিওয়ালি, শুভ দিওয়ালি’, স্বচ্ছ ভারত মিশন আরবান ২.০-এর অবিচ্ছেদ্য অঙ্গ।
advertisement
গত ৬ নভেম্বর থেকে শুরু হয়েছে এই প্রচারাভিযান। চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। দীপাবলির সাংস্কৃতিক তাৎপর্যকে স্বচ্ছ ভারত অভিযান এবং পরিবেশবান্ধব জীবনযাত্রার সঙ্গে মিলিয়ে দেওয়াই এই প্রচারাভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য। উৎসবের মরশুমে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্বকেও মনে করিয়ে দেবে এই প্রচার। ‘স্বচ্ছ দিওয়ালি, শুভ দিওয়ালি’ প্রচারাভিযান পরিবেশবান্ধব এবং স্থানীয় পণ্য ব্যবহার নিয়ে সচেতন করবে সাধারণ মানুষকে। প্লাস্টিক এবং প্লাস্টিকজাত পণ্য এড়িয়ে চলার কথাও প্রচার করা হচ্ছে। দীপাবলির আগে তো বটেই, দীপাবলির পরেও পরিচ্ছন্নতার উপর জোর দেওয়াও প্রচারাভিযানের লক্ষ্য।
advertisement
advertisement
যে কেউ এই প্রচারাভিযানে অংশ নিতে পারেন। এর জন্য শুধু অনলাইনে ‘স্বচ্ছ দীপাবলি’-র প্রতিশ্রুতি নিতে হবে। প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে পরিচ্ছন্ন এবং সবুজ দীপাবলি পালনের। উৎসবের মরশুমে প্লাস্টিকের পণ্য ব্যবহার করা যাবে না। তারপর দীপাবলি উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় ‘স্বচ্ছ দিওয়ালি’ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে হবে।’
আরও পড়ুনঃ প্রথম বার সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট আইএএস অফিসার টিনা ডাবীর, জানালেন নবজাতকের নামও
এখনও পর্যন্ত ২ দিন প্রচার চালানো হয়েছে। ইতিমধ্যে ২৯,৬৪০ জন পরিচ্ছন্ন এবং সবুজ দীপাবলি পালনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যের প্রায় ২৩ শতাংশ মানুষ প্রচারে অংশ নিয়েছেন। এর পরবর্তী স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ (১৪.৪ শতাংশ), তারপর রয়েছে উত্তরপ্রদেশ (১৩.৩ শতাংশ)। প্রচার যত এগোবে, অন্যান্য রাজ্যের মানুষও এতে অংশ নেবেন বলে আশা মন্ত্রকের। উৎসবের মরশুমে সচেতনতার বার্তা আরও শক্তিশালী হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Diwali: ‘স্বচ্ছ দিওয়ালি, শুভ দিওয়ালি’ প্রচার শুরু করল আবাসন ও নগর মন্ত্রক; অংশ নিতে পারেন আপনিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement