Sudip Bandopadhyay: শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আর্জি, ২৮ জুলাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবে স্বাধিকার কমিটি

Last Updated:

এর আগে শুনানির দিন ধার্য করা হলেও স্বাধিকার কমিটির রিপোর্টে উপস্থিত থাকতে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। যার ফলে সেদিন শুনানি হয়নি।

#নয়াদিল্লি: শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে তৃণমূলের আবেদনের শুনানি হবে ২৮ জুলাই। লোকসভার সচিবালয় তরফে চিঠি দিয়ে এমনই জানানো হল তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ করার দাবিতে লোকসভায় স্পিকারকে চিঠি দিয়েছিলেন তিনি।
এর আগে শুনানির দিন ধার্য করা হলেও স্বাধিকার কমিটির রিপোর্টে উপস্থিত থাকতে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। যার ফলে সেদিন শুনানি হয়নি। সোমবার সংসদের অধিবেশনে যোগ দেবে তৃণমূল কংগ্রেস। লোকসভার সচিবালয় থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৮ জুলাই সংসদ ভবনে বিকেল চারটেয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবে স্বাধিকার কমিটি। তারপর এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে লোকসভার সচিবালয় তরফে।
advertisement
advertisement
উল্লেখ্য, দিন কয়েক আগেই দলবদলের বিষয়টি নিয়ে দ্রুত শুনানির নিষ্পত্তি করার কথা বলেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।তৃণমূলের টিকিটের সাংসদ হলেও গত বিধানসভা নির্বাচনে অমিত শাহের সভায় দেখা গিয়েছিল তাঁকে। যদিও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেননি তিনি। তবে বিধানসভা নির্বাচনে ছেলে শুভেন্দু অধিকারীকে সমর্থন করার কথা বলেছিলেন শিশির অধিকারী। রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সব সাংসদ-বিধায়ক বিধানসভায় ভোট দিলেও বিজেপি সাংসদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিশির অধিকারী ভোট দিয়েছিলেন দিল্লিতে লোকসভায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ শিশির অধিকারী।  রাষ্ট্রপতি নির্বাচনে দিল্লিতে গিয়ে তিনি ভোট দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তবে যেহেতু তিনি অসুস্থ তাই তাঁর দিল্লি সফর চিকিৎসকরা আদৌ মঞ্জুর করবেন কিনা তা নিয়ে প্রশ্ন ছিল।  চিকিৎসকরা শিশির অধিকারীকে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেন। এরপরই শিশির অধিকারী দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করেন।
advertisement
শিশির অধিকারী ছাড়াও পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলের সাংসদ পদও খারিজের দাবি জানিয়েছিল তৃণমূল৷ কারণ তিনিও বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দিয়েছিলেন৷ কিন্তু সুনীল মণ্ডল তৃণমূলে ফিরে আসায় তাঁর সাংসদ পদ খারিজের দাবি থেকেও সরে এসেছে ঘাসফুল শিবির৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sudip Bandopadhyay: শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আর্জি, ২৮ জুলাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবে স্বাধিকার কমিটি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement