Dinner with Kejriwal: সরকারের উন্নয়নমূলক ভিডিও শেয়ার করলেই মিলবে মুখ্য়মন্ত্রীর সঙ্গে নৈশভোজের সুযোগ, কেজরিওয়ালের 'ডিজিটাল' প্রস্তাব
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Dinner with Kejriwal: কেজরিওয়াল বলেন "দিল্লি সরকারের ভাল কাজের ভিডিও আপলোড করুন৷ ট্যুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে জানান আপনি কীভাবে উপকৃত হয়েছেন৷ কেজরিওয়ালকে সুযোগ দিন৷ ভাইরাল করুন উন্নয়ন৷"
#নয়াদিল্লি: কেজরিওয়ালের আকর্ষণীয় অফার৷ সরকারের উন্নয়নমূলক ভিডিও শেয়ার করলেই মিলবে খোদ মুখ্য়মন্ত্রীর সঙ্গে নৈশভোজের সুযোগ বা ডিনার উইথ কেজরিওয়াল (Dinner with Kejriwal)৷ সোশ্য়াল মিডিয়ায় (Social Media) সবচেয়ে বেশি শেয়ারেই থাকবে অগ্রাধিকার৷ সোমবার দিল্লিবাসীর কাছে এমনই প্রস্তাব ছু়ড়ে দিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)৷
কেন আচমকা এমন সিদ্ধান্ত? সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে জনপ্রিয়তম প্লাটফর্ম৷ রাজনীতির অঙ্গনেও নিজের একটা জায়গা করে নিয়েছে সামাজিক মাধ্যমগুলি৷ পাঁচ রাজ্যে ভোটের মুখে আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাই বেছে নিয়েছেন ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিনার উইথ কেজরিওয়াল (Dinner with Kejriwal)৷
সোমবার কেজরিওয়াল জানান, সোশ্যাল মিডিয়ায় দিল্লি সরকারের ভাল কাজের ভিডিও আপলোড করতে হবে। 'ভালো' (Good Work) অর্থাৎ উন্নয়নমূলক ৷ উন্নয়নের প্রচার ছড়িয়ে দিতে হবে দেশের অলি-গলি-পাকস্থলীতে৷ বিনামূল্যে বিদ্যুৎ, জল সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক প্রকল্পের মতো একাধিক কাজ করেছে আপ সরকার৷ দিল্লিবাসীর কাছে তাঁর অনুরোধ পঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া এবং উত্তরাখণ্ডের ভোটারদের কাছেও পৌঁছে দিতে হবে সেই উন্নয়নের খতিয়ান৷ যাতে প্রকল্পগুলির সুযোগ পান তাঁরাও ৷ ক্ষমতায় এলে সব জনহিতকর প্রকল্প পৌঁছে যাবে দেশের বাকি রাজ্যও৷
advertisement
advertisement
কেজরিওয়াল বলেন ‘‘দিল্লি সরকারের ভালো কাজের ভিডিও আপলোড করুন৷ ট্যুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে জানান আপনি কীভাবে উপকৃত হয়েছেন৷ কেজরিওয়ালকে সুযোগ দিন৷ ভাইরাল করুন উন্নয়ন৷"
তিনি আরও জানান, দেশ নয়৷ বিদেশের মাটিতেও নিজের ছাপ রেখেছে দিল্লি ৷ জাতিপুঞ্জের প্রতিনিধিরা দিল্লির মহল্লা ক্লিনিকগুলি দেখতে এসেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী এখানে স্কুল পরিদর্শন করেছেন। ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছে দিল্লি। এইসব সম্ভব হয়েছে দিল্লির মানুষ সুযোগ দিয়েছেন বলে ৷ সেই সুযোগ বাকিরাও পাক।
advertisement
পাঁচ রাজ্যে নির্বাচন (Assembly Election) আসন্ন৷ চড়ছে উত্তেজনার পারদ৷ রাজনৈতিক মহলে বাড়ছে তরজা৷ ক্ষমতা দখলের লড়াইয়ে পিছিয়ে নেই কেউ ৷ পঞ্জাবে অনেকটাই এগিয়ে আপ৷ এর আগে পঞ্জাবের মানুষ কেমন প্রার্থী চান, জনগণের থেকে তা জানতে চেয়েছিলেন কেজরিওয়াল৷ উত্তরপ্রদেশেও চেয়েছেন জনগণের সমর্থন-চিঠি৷ উত্তরপ্রদেশ নির্বাচনে আপ খাতা খুলতে পারে কিনা, মানুষের চোখ সেদিকে রয়েছে বই কী! মাটি কামড়ে পড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ এবারের মাটি অবশ্য ডিজিটাল মাটি ৷ সর্বাধিক শেয়ারেই সুবর্ণসুযোগ৷ তা আবার যেমন-তেমন নয়৷ ভোটপর্ব মিটলেই 'ডিনার উইথ কেজরিওয়াল'(Dinner with Kejriwal)৷
Location :
First Published :
January 24, 2022 4:50 PM IST