Bihar Politics: গুলি চালিয়ে বাচ্চাদের ক্রিকেট খেলা আটকাতে গিয়েছিলেন মন্ত্রীর ছেলে, বিহারে তারপর যা হল..

Last Updated:

Bihar Politics: যদিও গ্রামের মানুষেরা একেবারে অন্য কথা বলছেন। তাঁদের বক্তব্য, আগে দাদাগিরি করেছেন ওই মন্ত্রীর পরিবারের লোকেরাই।

বিক্ষোভের সময়ের ছবি। ছবি- এএনআই
বিক্ষোভের সময়ের ছবি। ছবি- এএনআই
#বেতিয়া: পূর্ব চম্পারণ জেলায় (Bihar Politics) ঘটে যাওয়া ঘটনা নিয়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার সন্ধ্যায় বিহারের (Bihar Politics) এই জেলায় হঠাৎ করেই চরম বিক্ষোক্ষের মুখে পড়েন বাবলু কুমার ও তাঁর ভাই। এঁরা বিহারের পর্যটনমন্ত্রী নারায়ণ প্রসাদের ছেলে (Bihar Politics)। কোয়েরি তোলা গ্রামে সাধারণ মানুষের বিপুল বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ। চলে ধাক্কাধাক্কি, চেঁচামেচি।
এর পরই সংবাদমাধ্যমে উঠে আসে অন্দরের খবর। সংবাদমাধ্যমে দেখানো হয়, গ্রামের লোকেরা কার্যত ধাক্কা মেরে এলাকা ছাড়া করছেন মন্ত্রীর ছেলেকে। কেড়ে নেওয়া হচ্ছে বাবলুর হাতে থাক বন্দুকও। এলাকার এসপি উপেন্দ্র বর্মা জানিয়েছেন, বাবুল সঙ্গে ছিলেন তাঁর কাকা হরেন্দ্র প্রসাদ ও ম্যানেজার বিজয় শাহ, এরা সকলেই আহত হয়েছেন। অল্প বিস্তর আহত অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাঁরা অভিযোগ করেছেন, তাঁরা একটি জবর দখলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানেই তাঁদের হেনস্থা করা হয়। গ্রামের মানুষ লাইসেন্স থাকা বন্দুক ছিনিয়ে নেয়। তাঁদের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।
advertisement
advertisement
যদিও গ্রামের মানুষেরা একেবারে অন্য কথা বলছেন। তাঁদের বক্তব্য, আগে দাদাগিরি করেছেন ওই মন্ত্রীর পরিবারের লোকেরাই। গ্রামের একটি মাঠে ক্রিকেট খেলছিল এলাকার কিছু বাচ্চা। সেখানে এসে চেঁচামেচি শুরু করেন ওই মন্ত্রীর ছেলে। পরিস্থিতি হঠাৎই হাতের বাইরে চলে যায় এই ঝামেলার মধ্যে ওই মন্ত্রীর ছেলে গুলি চালানোয়। তারপরই শুরু হয় ধাক্কাধাক্কি।
advertisement
সংবাদ সংস্থার খবর অনুসারে ঘটনায় ১০টি শিশু পদপিষ্ট হয়ে আহত হয়েছে। মন্ত্রীর ছেলে গুলি চালানোর ফলেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন গ্রামবাসীরা। প্রতক্ষ্যদর্শী বিজয় কুমার জানিয়েছেন, বাচ্চারা ক্রিকেট খেলছিল, হঠাৎই গাড়িতে করে কয়েকজন এসে হাজির হয়। তাঁরা এসে বাচ্চাদের মারধর করতে শুরু করে। নারায়ণ কুমারের ছেলে বাবলু সেই দলের মধ্যে ছিল। তারপর বন্দুকের হাত দিয়ে একজনের মাথায়ও আঘাত করেন তিনি। শেষে গুলি চালান।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Politics: গুলি চালিয়ে বাচ্চাদের ক্রিকেট খেলা আটকাতে গিয়েছিলেন মন্ত্রীর ছেলে, বিহারে তারপর যা হল..
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement