Nepal Gen Z Protest: Gen Z বিক্ষোভে অগ্নিগর্ভ নেপাল! সেমিনারে গিয়ে ৫ দিন ধরে হোটেলবন্দি ভারতীয় পড়ুয়া, গবেষকরা! জানাচ্ছেন ভয়ঙ্কর অভিজ্ঞতা, উদ্বিগ্ন পরিবার
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Nepal Gen Z Protest: ওয়ার্ল্ড কংগ্রেস সেমিনারে যোগ দিতে কাঠমান্ডুতে গিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে আটকে পড়েছেন দিনহাটার সৌভিক চক্রবর্তী, তিনি নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
দিনহাটা, অনন্যা দে: ওয়ার্ল্ড কংগ্রেস সেমিনারে যোগ দিতে গিয়ে কাঠমান্ডু গিয়েছিলেন। উত্তপ্ত পরিস্থিতিতে আটকে পড়েছেন দিনহাটার সৌভিক চক্রবর্তী। নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌভিক। জানা গিয়েছে, কাঠমান্ডুর রেসুঙা অর্জুন হোটেলে রয়েছেন তাঁরা। ৫ সেপ্টেম্বর এই সেমিনারে যোগ দিতে নেপালের কাঠমান্ডু গিয়েছিলেন পড়ুয়ারা। জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব নিয়ে কাঠমুন্ডুর সেন্ট্রাল কলেজে ছিল চারদিনের সেমিনার।
৯ সেপ্টেম্বর পড়ুয়াদের ফিরে আসার কথা ছিল। প্রথম দু’দিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও তৃতীয় দিনে উত্তপ্ত হয়ে ওঠে কাঠমুন্ডু। উদ্ভুত পরিস্থিতির মধ্যে আটকে পড়েন সৌভিকরা। কোচবিহারের দিনহাটার মদনমোহন পাড়ার পড়ুয়া সৌভিক চক্রবর্তী। এদিকে কোচবিহারের দিনহাটার এই ছাত্রের পরিবার ছেলের ঘরে ফেরার অপেক্ষায় উদ্বিগ্ন। ঘুম, খাওয়া উঠে গিয়েছে তাঁদের।
আরও পড়ুনঃ কালিম্পং পাহাড়ে স্বপ্নের মতো সুন্দর গ্রাম! ৩৬০ ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা ভিউ, পুজোয় ঘুরে আসুন চুইখিম
সৌভিকের বাবা জানিয়েছেন, যতক্ষণ ঘরে না ফিরছে ততক্ষণ প্রচন্ড ভয়ে রয়েছেন। কখন কী হয়ে যায়, বোঝা যায় না। ভারত সরকারের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন, যাতে ছেলে-মেয়েদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়। কারণ, অভিভাবকদের হাত, পা বাঁধা। হোটেলে কতদিন থাকতে পারবে এই ছেলেমেয়েগুলি? উঠছে প্রশ্ন…
advertisement
advertisement
আরও পড়ুনঃ শনি এবং রবিবার দার্জিলিং বেড়ানো এবারে ‘টোটাল ফান’…! পুজোর আগেই পর্যটকদের জন্য বিরাট সুখবর, জানুন
এদিকে, জলবায়ু পরিবর্তন নিয়ে সেমিনারে গিয়ে আটকে জলপাইগুড়ির গবেষক যুবক ময়ূখ ভট্টাচার্য।কৃষি নিয়ে গবেষণা করছেন জলপাইগুড়ির গোমস্তা পাড়ার বাসিন্দা ময়ূখ। ৬ সেপ্টেম্বর নেপালের সেন্ট্রাল কলেজ কাটমান্ডুতে জলবায়ু পরিবর্তনের উপর আন্তর্জাতিক সেমিনারে যোগদেন ময়ূখ-সহ ভারতের প্রায় ১৫০ গবেষক। তাদের মধ্যে ৭ সেপ্টেম্বর দলের বেশিরভাগ সদস্য দেশে ফিরে এলেও ৮ সেপ্টেম্বর সেমিনার শেষে আটকে যান ময়ূখ-সহ ৩৫ জন। দলে উত্তরবঙ্গের তিন বাঙালি গবেষক রয়েছেন।
advertisement
ছেলের জন্য উৎকন্ঠায় জলপাইগুড়ি গোমস্তা পাড়ার ভট্টাচার্য পরিবার। ৮ ও ৯ তারিখ ছেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। মোবাইলে কথা হচ্ছে। ফেরার জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। মা বৈশালী ভট্টাচার্য চাইছেন দ্রুত ঘরে ফিরে আসুক ছেলে। মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কর্মরত ছিল ময়ূখ। গত বছর দেশে ফিরে ভারত সরকারের কস্ট অফ কালটিভেশন প্রজেক্টে যোগ দেয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 2:46 PM IST
