Sunny- Bobby Crying: বাবা-র একের পর এক হিট গান সোনুর গলায় শুনে, কান্না ভরে এল দু'চোখে, সানি-ববি গায়ককে ধরলেন জড়িয়ে, ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Dharmendra Demise:
মুম্বই: ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে ইন্ডাস্ট্রির অন্যতম বর্ষীয়ান তারকা ধর্মেন্দ্রের মৃত্যু সংবাদে শোকস্তব্ধ হয়েছিল বিটাউন৷ বিভিন্ন বয়সী ফ্যানরাও দুঃখিত হয়েছিলেন৷ বলিউড শোক ও শ্রদ্ধায় এখনও ধর্মেন্দ্র যাপন করছেন। ২৭ নভেম্বর বৃহস্পতিবার “জীবনের উদযাপন” -এ একটি আন্তরিক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল৷ যেখানে প্রয়াত অভিনেতার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁর অসাধারণ উত্তরাধিকারকে সম্মান জানাতে জড়ো হয়েছিলেন।
সোনু নিগমের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আসার পর তাঁর কাঁধে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েন সানি-ববি
বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ডের লনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দেওল পরিবার সমাবেশের জন্য একটি শান্ত এবং অন্তরঙ্গ পরিবেশ তৈরি করেছিল। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কউরের সন্তান সানি দেওল, ববি দেওল, অজিত এবং বিজেতা, সকলেই একসঙ্গে দাঁড়িয়েছিলেন৷
advertisement
advertisement
এদিকে এদিনের স্মরণ সভায় সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলির মধ্যে একটি হল যখন গায়ক সোনু নিগম ধর্মেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় মননশীল কিছু গান নিয়ে একটি সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন৷ সেখানে তিনি মে কহি কবি না বান যাউ, পল পল দিল কে পাস, আপনে তো আপনে হোতে হ্যায়, রো লেন দে, এবং ইয়ে দোস্তি হাম নাহি তোড়েঙ্গে -গানগুলি গান৷
advertisement
স্মরণসভার একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল৷ যেখানে দেখা যাচ্ছে যে সানি এবং ববি দেওল স্মরণ অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়ছেন। সোনু নিগম দুই ভাইকে দীর্ঘ, সান্ত্বনাদায়ক আলিঙ্গনে জড়িয়ে ধরে থাকেন৷ সদ্য পিতৃহারা হওয়ার দুঃখ এখন তাঁদের মনে প্রবল৷ দেওল ভাইরা পরে সোনুকে তাঁর আন্তরিক শ্রদ্ধাঞ্জলির জন্য ধন্যবাদ জানান, তাঁর গাওয়া গানগুলির সময়ে যে গভীর আবেগের সৃষ্টি হয়েছিল তা শিল্পীর কাছে মেনে নেন৷
advertisement
দেখে নিন সেই ভিডিও
A very emotional video from #Dharmendra ji’s prayer meet🥺
Sonu Nigam is consoling Sunny deol and Bobby 🥀
Sunny sir loves his father very much, Seeing him cry brings tears to my eyes too 🥹
धर्मेंद्र जी, आप हमेशा हमारे दिलो में जिंदा रहोगे🙏🙏 om Shanti pic.twitter.com/JO9WuoGugC
— Mr Prabh Deol (@Movie_flix1) November 30, 2025
advertisement
সমাবেশের আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে গায়ক পৃথ্বী গন্ধর্ব গোবিন্দ বলো হরি গোপাল বলো পরিবেশন করছেন, যা সন্ধ্যার আধ্যাত্মিক পরিবেশকে আরও বাড়িয়ে তুলেছে। প্রার্থনা সভায় চলচ্চিত্র জগতের বিভিন্ন স্তরের মানুষের ভালোবাসার বন্যা বয়ে যায়। শাহরুখ খানের পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়।
advertisement
সমাবেশে যোগদানকারী অন্যান্য বিশিষ্ট তারকারা হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, শাবানা আজমি, জ্যাকি শ্রফ, সিদ্ধার্থ মালহোত্রা, সুনীল শেঠি, আমিশা প্যাটেল, ফারদিন খান, নিমরত কউর, সোনু সুদ, আনু মালিক, সুভাষ শর্মা, আব্বাস শর্মা, আব্বাস শর্মা, আব্বাস শর্মা এবং অন্যান্যের মধ্যে।
ধর্মেন্দ্র, যিনি ৮ ডিসেম্বর ৯০ বছর বয়সে পা রাখতেন, সম্প্রতি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তার স্বাস্থ্যের অবনতি হওয়ার আগে তিনি বাড়িতেই সুস্থ হয়ে উঠছিলেন। ২৫ নভেম্বর মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়, তিনি ছয় দশকেরও বেশি সময় ধরে এক স্মরণীয় উত্তরাধিকার রেখে গেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2025 4:20 PM IST

