Maharashtra: জোট ধাক্কা! মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন ফড়নবীশ

Last Updated:

সোমবার রাত পর্যন্ত বিজেপি দাবি করে এসেছে, তারাই সরকার গড়ছে মহারাষ্ট্রে৷ ১৭০ বিধায়ক রয়েছেন তাঁদের সঙ্গে৷ কিন্তু সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের হোটেলে ১৬২ জন বিধায়ককে হাজির করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে কংগ্রেস,এনসিপি ও শিবসেনা জোট৷

#মুম্বই: বিরোধীদের জোটে মহারাষ্ট্রে মোক্ষম ধাক্কা খেল বিজেপি৷ সুপ্রিম কোর্ট মহারাষ্ট্রে আস্থা ভোটের নির্দেশ দিতেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়নবীশ৷  সাংবাদিক সম্মেলনে ফড়নবীশ জানিয়ে দিলেন, বিরোধী আসনেই বসবেন তাঁরা৷ কারণ, তাঁদের কাছে সংখ্যা নেই৷ জোটের নেতা ঠিক করতে বৈঠকে বসছে কংগ্রেস, এনসিপি ও শিবসেনা জোট৷ শপথের ৪ দিনের মাথায় পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেই মুখ্যমন্ত্রী হতে চলেছেন মহারাষ্ট্রের৷
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই ফড়নবীশের সঙ্গে দেখা করেন অজিত পাওয়ার৷ জানিয়ে দেন, জোট এগোন আর সম্ভব নয়৷ কারণ, এনসিপি ভাঙানোর যে চেষ্টা বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে করতে চেয়েছিলেন অজিত পাওয়ার, তা সম্পূর্ণ মাঠে মারা গেল৷ সোমবার রাত পর্যন্ত বিজেপি দাবি করে এসেছে, তারাই সরকার গড়ছে মহারাষ্ট্রে৷ ১৭০ বিধায়ক রয়েছেন তাঁদের সঙ্গে৷ কিন্তু সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের হোটেলে ১৬২ জন বিধায়ককে হাজির করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে কংগ্রেস,এনসিপি ও শিবসেনা জোট৷
advertisement
advertisement
ইস্তফা দিয়ে শিবসেনা সম্পর্কে ফড়নবীশ বলেন, 'আমরা পরিষ্কার বলছি, শিবসেনাকে কোনও দিনই আমরা মুখ্যমন্ত্রী পদ দেওয়ার প্রতিশ্রুতি দিইনি৷ শিবসেনা শিবসেনাই নিজেদের আসন সংখ্যা নিয়ে মানুষের কাছে খোরাক হচ্ছিল৷'
এরপরই জোটকে কটাক্ষ করে ফড়বীশ বলেন, 'তিন চাকায় অটো চলে৷ কিন্তু তিন চাকা যদি আলাদা দিকে চলে, কী হয় আমরা সবাই জানি৷ শিবসেনা, কংগ্রেস ও এনসিপি জোট ঠিক তাই৷ শুধু বিজেপি-কে হঠাতে তিন দল জোট গড়েছে৷'
advertisement
ট্যুইটারে কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের কটাক্ষ, 'এই জয় সংবিধানের জয়৷ ওরা ভেবেছিল, ঘোড়া কেনাবেচায় সব সমাধান হয়ে যাবে৷ এটা শুধু দেবেন্দ্র ফড়নবীশের হার নয়, দিল্লিতে বসে যিনি কলকাঠি নাড়ছিলেন, তাঁর গালেও থাপ্পড়৷'
গত ২৩ নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন ফড়নবীশ ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন অজিত পাওয়ার৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra: জোট ধাক্কা! মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন ফড়নবীশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement