Maharashtra: জোট ধাক্কা! মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন ফড়নবীশ
Last Updated:
সোমবার রাত পর্যন্ত বিজেপি দাবি করে এসেছে, তারাই সরকার গড়ছে মহারাষ্ট্রে৷ ১৭০ বিধায়ক রয়েছেন তাঁদের সঙ্গে৷ কিন্তু সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের হোটেলে ১৬২ জন বিধায়ককে হাজির করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে কংগ্রেস,এনসিপি ও শিবসেনা জোট৷
#মুম্বই: বিরোধীদের জোটে মহারাষ্ট্রে মোক্ষম ধাক্কা খেল বিজেপি৷ সুপ্রিম কোর্ট মহারাষ্ট্রে আস্থা ভোটের নির্দেশ দিতেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়নবীশ৷ সাংবাদিক সম্মেলনে ফড়নবীশ জানিয়ে দিলেন, বিরোধী আসনেই বসবেন তাঁরা৷ কারণ, তাঁদের কাছে সংখ্যা নেই৷ জোটের নেতা ঠিক করতে বৈঠকে বসছে কংগ্রেস, এনসিপি ও শিবসেনা জোট৷ শপথের ৪ দিনের মাথায় পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেই মুখ্যমন্ত্রী হতে চলেছেন মহারাষ্ট্রের৷
Mumbai: Devendra Fadnavis submits his resignation to Governor Bhagat Singh Koshyari #Maharashtra. pic.twitter.com/0oGLYJ7qrN
— ANI (@ANI) November 26, 2019
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই ফড়নবীশের সঙ্গে দেখা করেন অজিত পাওয়ার৷ জানিয়ে দেন, জোট এগোন আর সম্ভব নয়৷ কারণ, এনসিপি ভাঙানোর যে চেষ্টা বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে করতে চেয়েছিলেন অজিত পাওয়ার, তা সম্পূর্ণ মাঠে মারা গেল৷ সোমবার রাত পর্যন্ত বিজেপি দাবি করে এসেছে, তারাই সরকার গড়ছে মহারাষ্ট্রে৷ ১৭০ বিধায়ক রয়েছেন তাঁদের সঙ্গে৷ কিন্তু সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের হোটেলে ১৬২ জন বিধায়ককে হাজির করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে কংগ্রেস,এনসিপি ও শিবসেনা জোট৷
advertisement
Sources: Congress President Sonia Gandhi has given her consent to the Common Minimum Program(CMP) of the three parties(Shiv Sena-NCP-Congress), CMP to be released after the joint meeting today.Modalities have been finalized between the alliance parties pic.twitter.com/F3UeqHrBY1 — ANI (@ANI) November 26, 2019
advertisement
ইস্তফা দিয়ে শিবসেনা সম্পর্কে ফড়নবীশ বলেন, 'আমরা পরিষ্কার বলছি, শিবসেনাকে কোনও দিনই আমরা মুখ্যমন্ত্রী পদ দেওয়ার প্রতিশ্রুতি দিইনি৷ শিবসেনা শিবসেনাই নিজেদের আসন সংখ্যা নিয়ে মানুষের কাছে খোরাক হচ্ছিল৷'
এরপরই জোটকে কটাক্ষ করে ফড়বীশ বলেন, 'তিন চাকায় অটো চলে৷ কিন্তু তিন চাকা যদি আলাদা দিকে চলে, কী হয় আমরা সবাই জানি৷ শিবসেনা, কংগ্রেস ও এনসিপি জোট ঠিক তাই৷ শুধু বিজেপি-কে হঠাতে তিন দল জোট গড়েছে৷'
advertisement
ট্যুইটারে কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের কটাক্ষ, 'এই জয় সংবিধানের জয়৷ ওরা ভেবেছিল, ঘোড়া কেনাবেচায় সব সমাধান হয়ে যাবে৷ এটা শুধু দেবেন্দ্র ফড়নবীশের হার নয়, দিল্লিতে বসে যিনি কলকাঠি নাড়ছিলেন, তাঁর গালেও থাপ্পড়৷'
গত ২৩ নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন ফড়নবীশ ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন অজিত পাওয়ার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2019 5:15 PM IST