Tamil Nadu Hospital Fire: তামিলনাডুর হাসপাতালে ভয়াবহ আগুন ! মৃত ১ শিশু-সহ ৬
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Tamil Nadu Dindigul Fire Accident: দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও।
চেন্নাই: বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড তামিলনাড়ুর ডিন্ডিগুলে। একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে ৷ দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও।
প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ৷ তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়েছিল সেখানে। তবে শেষ পর্যন্ত ৬ জনের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। রিপোর্ট অনুযায়ী, যে হাসপাতালে আগুন লাগে, তার নাম – সিটি হসপিটাল। এটি তামিলনাডুর ডিন্ডিগুল শহরের ত্রিচি রোডে অবস্থিত। হাসপাতালের জানালা দিয়ে গলগল করে ধোঁয়া ও আগুন বেরিয়ে আসতে দেখা যায়।
advertisement
advertisement
ঘটনাস্থলে অবশ্য পৌঁছে গিয়েছে দমকল। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। বাকি রোগীদের নিরাপদেই হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলেই সূত্রের দাবি। তাঁদের ওই এলাকার অন্যান্য হাসপাতালগুলিতে আপাতত ভর্তি করানো হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Tamil Nadu
First Published :
December 13, 2024 8:31 AM IST