Tamil Nadu Hospital Fire: তামিলনাডুর হাসপাতালে ভয়াবহ আগুন ! মৃত ১ শিশু-সহ ৬

Last Updated:

Tamil Nadu Dindigul Fire Accident: দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও।

তামিলনাডুর হাসপাতালে ভয়াবহ আগুন !
তামিলনাডুর হাসপাতালে ভয়াবহ আগুন !
চেন্নাই: বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড তামিলনাড়ুর ডিন্ডিগুলে। একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে ৷ দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও।
প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ৷ তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়েছিল সেখানে। তবে শেষ পর্যন্ত ৬ জনের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। রিপোর্ট অনুযায়ী, যে হাসপাতালে আগুন লাগে, তার নাম – সিটি হসপিটাল। এটি তামিলনাডুর ডিন্ডিগুল শহরের ত্রিচি রোডে অবস্থিত। হাসপাতালের জানালা দিয়ে গলগল করে ধোঁয়া ও আগুন বেরিয়ে আসতে দেখা যায়।
advertisement
advertisement
ঘটনাস্থলে অবশ্য পৌঁছে গিয়েছে দমকল। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। বাকি রোগীদের নিরাপদেই হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলেই সূত্রের দাবি। তাঁদের ওই এলাকার অন্যান্য হাসপাতালগুলিতে আপাতত ভর্তি করানো হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Tamil Nadu Hospital Fire: তামিলনাডুর হাসপাতালে ভয়াবহ আগুন ! মৃত ১ শিশু-সহ ৬
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement