‘রেনকোট পরে স্নান করেন মনমোহনজি’, রাজ্যসভায় মোদির নিশানায় মনমোহন সিং

Last Updated:

বাজেট অধিবেশনের হাওয়া এখনও চলছে রাজ্যসভায় ৷ আর সঙ্গে চলছে মোদির নোট বাতিলের হাওয়াও ৷ বুধবার নোট বাতিলের প্রসঙ্গ তুলে মনমোহন সিংকে রীতিমতো নিশানায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

#নয়াদিল্লি: বাজেট অধিবেশনের হাওয়া এখনও চলছে রাজ্যসভায় ৷ আর সঙ্গে চলছে মোদির নোট বাতিলের হাওয়াও ৷ বুধবার নোট বাতিলের প্রসঙ্গ তুলে মনমোহন সিংকে রীতিমতো নিশানায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
বুধবার রাজ্যসভায় বিরোধি নেতাদের উদ্দেশ্য করে মোদি বলেন, ‘নোট বাতিলের সিদ্ধান্ত, কাউকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য করা হয়নি ৷ নাকি কাউকে অস্বস্তিতে ফেলার জন্য নেওয়া হয়েছিল ৷ দেশ থেকে দুর্নীতি দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল ৷ ’
মোদি জানান, ‘এই নোট বাতিলের ফলে জঙ্গি হামলাকে আটকানো সম্ভব হবে ৷ নভেম্বর মাসে নোট বাতিলের পরে ৭০০ জন মাওবাদী আত্মসমর্পন করেছে ৷ তাই নোট বাতিলের সিদ্ধান্ত, শুধু মাত্র দেশের অর্থনীতির জন্যই ভালো নয়, দেশের সার্বিক উন্নতির জন্যই সঠিক পদক্ষেপ ৷’
advertisement
advertisement
ইন্দিরা গান্ধির প্রসঙ্গ তুলে এদিন রাজ্যসভায় মোদি জানান, ‘শ্রীমতি ইন্দিরা গান্ধি যখন প্রধানমন্ত্রী ছিলেন ৷ ওই সময়, নোট বাতিলের প্রসঙ্গ এসেছিল ৷ কিন্তু সে সময় ইন্দিরা গান্ধি এটা হতে দেননি ৷ তখনকার সরকার যদি এই পদক্ষেপটা নিতে পারত, আজ অনেক দূরে এগিয়ে যেত ভারত ৷’
বুধবার রাজ্যসভায় মোদির গলায় উঠে আসে মনমোহন সিংয়ের কথাও ৷ সমালোচনার সুরে এদিন মোদি নিশানা করেন পূর্বতন প্রধানমন্ত্রীকে ৷ মোদি জানান, ‘রেনকোট পরে কীভাবে স্নান করতে হয়, তা মনমোহন সিং খুব ভালই জানেন ৷ কারণ, উনি প্রধানমন্ত্রী থাকার সময় কংগ্রেস অনেক কাণ্ডে ফেঁসেছিল ৷ কিন্তু তার একটাও দাগ মনমোহন সিংয়ের গায়ে লাগেনি ৷ ’
বাংলা খবর/ খবর/দেশ/
‘রেনকোট পরে স্নান করেন মনমোহনজি’, রাজ্যসভায় মোদির নিশানায় মনমোহন সিং
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement