দিন দিন দূষিত হচ্ছে দিল্লির বায়ু ! সঙ্কটে রাজধানী

Last Updated:

ফের দূষণে জেরবার দিল্লি। ধোঁয়াশায় ঢেকেছে রাজধানী।

#নয়াদিল্লি: ফের দূষণে জেরবার দিল্লি। ধোঁয়াশায় ঢেকেছে রাজধানী। আনন্দবিহারের অবস্থা সবথেকে খারাপ। হরিয়ানা, পঞ্জাবে খামারের বর্জ্য পোড়ানোর জেরে দূষণ বাড়ছে। রাতারাতি বেড়ে চলেছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা। সোমবার কোয়ালিটি ইনডেক্স ২৩৯ ছুঁয়েছে, যা বিপজ্জনক৷ দিল্লি-সহ গাজিয়াবাদ, ফরিদাবাদ, নয়ডা, বাঘপত, মুরতালে বাতাসের অবস্থা শোচনীয় ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ধূলিকণার স্বাভাবিক মাত্রা ৬০ পিএম। aqicn.org-এর দেওয়া তথ্য অনুযায়ী, শহরের আবহাওয়াতে দূষণের মাত্রা এখন থাকছে মাঝারি থেকে খারাপ।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, রাতারাতি সবচেয়ে খারাপ অবস্থা হরিয়ানার কারনাল জেলার৷ এয়ার কোয়ালিটি ইনডেক্স ০ থেকে ৫০ হল সবচেয়ে ভালো৷ ৫১ থেকে ১০০ হল, সন্তোষজনক৷ ১০১ থেকে ১০০ মাঝারি, ২০১ থেকে ৩০০ খারাপ, ৩০১ থেকে ৪০০ অতি খারাপ৷ ৪০০ থেকে ৫০০ হল বিপদজ্জনক ৷
advertisement
advertisement
সোমবার সকালে দিল্লি-এনসিআর-র বেশ কিছু যায়গার এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল খারাপ থেকে মাঝারি। রোহিনী -২০৭ , দ্বারকা - ১৯৪, পুসা রোড - ১৮২, মন্দির মার্গ- ১৭৯, নয়েডা সেক্টর ৬২ - ২১৭, নয়েডা সেক্টর ১২৫ - ২০২, গাজিয়াবাদ - ২৫২, আনন্দ বিহার -২১৮ এবং পাটপারগঞ্জ ১৮৯। রাজধানীর বায়ুদূষণের পিছনে নানা কারণের পাশাপাশি কাঠগড়ায় উঠেছে পড়শি রাজ্যের খড়কুটো পোড়ানোর অভ্যাসও। তাতেই নাকি দূষণের ছবিটা আরও জটিল হচ্ছে।
advertisement
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, রবিবার আনন্দ বিহার-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩২৭, উজিরপুর ৩২৩, বিবেক বিহার ৩১৭, মুন্ডকা ৩০৯, বাওয়ানা ৩০২, এবং জাহাঙ্গীরপুরী ৩০০।
শনিবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, পার্শ্ববর্তী রাজ্যে ফসল পোড়ানোর দূষিত ধোঁয়া ঢুকছে দিল্লিতে৷ যার জেরে খারাপ হচ্ছে পরিবেশ৷ তৈরি হচ্চে বিষ বাতাস৷ কেন্দ্রের পূর্বাভাস, ফসল পোড়ানোর ফলে তৈরি হওয়া ধোঁয়ার জেরে ১৫ অক্টোবরের মধ্যে দিল্লির দূষণের মাত্রা ৬ শতাংশ বেড়ে গিয়েছে৷ হরিয়ানায় ফসল পোড়ানো খানিকটা কমলেও, পঞ্জাবে ৪৫ শতাংশ বেড়েছে এই ধরনের ঘটনা৷ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে, দুই রাজ্যেই যে সব চাষিরা ফসল পোড়াচ্ছেন, তাঁদের চালান কেটে জরিমানা করা শুরু হয়েছে৷ তাতেও অবস্থা বিশে, পরিবর্তন হয়নি৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিন দিন দূষিত হচ্ছে দিল্লির বায়ু ! সঙ্কটে রাজধানী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement