করোনার থাবা পেটে, রমজান উৎসব স্থগিত রেখে রেশন বিলি করবেন মুসলিম তরুণরা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
ইরতিজা কুরেশিদের পরিকল্পনা, প্রতিদিন রাত ৮ টা থেকে ১১ টা পর্যন্ত দিল্লির হটস্পট নয় এমন অঞ্চলগুলিতে পুলিশের সমস্ত বিধি নিষেধ মেনেই এই রেশন কিট বিলি করবেন তাঁরা। রেশন বিলি করার সমযে ধর্মীয চিহ্ন দেখা হবে না।
#নয়াদিল্লি: এ বছরটা আর পাঁচটা বছরের মতো নয়। করোনা ভাইরাসের থাবায় দেশজুড়ে সংক্রমিতের সংখ্যা ২০ হাজার ছুঁইছুঁই। মৃত অন্তত ৬৪০। শুধু দিল্লিতেই আক্রান্ত ২,০৮১ জন। এই পরিস্থিতিতে এবার রমজানের উৎসব পালন বন্ধ রাখতে চাইছেন দিল্লির বেশ তরুণরা। তাঁদের সংকল্প রমজানের পবিত্র মাসে নিজেদের মধ্যে আনন্দের রেওয়াজে ছেদ টেনে বরং তাঁরা নিরন্ন মানুষের পাশে্ দাঁড়াবেন।
আগামী ৩ মে পর্যন্ত দেশে লকডাউন চলবে। এ দিকে ইসলাম ধর্মাবলম্বীদের রোজা রাখা শুরু হচ্ছে ২৪ এপ্রিল থেকেই। এই পরিস্থিতিতে সংখ্যালঘু দফতরের মন্ত্রী মুখতার আব্বাস নকভি বিভিন্ন রাজ্যে ওয়াকফ বোর্ডের সঙ্গে ভিডিও কনফারেন্সে বার্তা দিয়েছেন কোনও রকম সমাবেশ না করার। ,আরা দেশে অন্তত সাত লক্ষ মসজিদ ও ইদগাহ রয়েছে এই ওয়াকফ বোর্ডের ভিতর। ওয়াকফ বোর্ডের তরফেও আশ্বাস দেওয়া হয়েছে এ বছর সকল ইসলামধর্ম্ববলম্বীরাই কোনও জমায়েতে অংশ নেবেন না।
advertisement
এই অবস্থায় ঘরে বসে থাকতে চাইছেন না ৩৩ বছর বয়সি ইরতিজা কুরেশি। তিনি বন্ধুদের সহায়তায় রমজানের প্রতিটা দিন অন্তত ২০টি পরিবারকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন। কুরেশির ডাকে সাড়াও মিলেছে বিপুল।হামদর্দ ন্যাশানাল ফাউন্ডেশের তরফে ২০ লক্ষ টাকার রেশন কিট দেওয়া হয়েছে কুরেশিদের।
advertisement
ইরতিজা কুরেশিদের পরিকল্পনা, প্রতিদিন রাত ৮ টা থেকে ১১ টা পর্যন্ত দিল্লির হটস্পট নয় এমন অঞ্চলগুলিতে পুলিশের সমস্ত বিধি নিষেধ মেনেই এই রেশন কিট বিলি করবেন তাঁরা। রেশন বিলি করা হবে ধর্মের চিহ্ন না দেখেই। ধর্মীয় উৎসবকে মানুষের পাশে দাঁড়ানোর মহোৎসবে পরিণত করার এই পরিকল্পনাকে সেলাম করছেন সবাই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2020 1:22 PM IST