Delhi Cousin Sister Relationship: ফোন তুললেন না প্রেমিক, নিজের জন্য পিৎজা- কোল্ড ড্রিংক অর্ডার করলেন তরুণী! তার পরই সব শেষ

Last Updated:

নিহত তরুণীর পরিবারের দাবি, বছর দুয়েক আগে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নিজেদের গ্রামের বাড়িতে যান তাঁরা৷ সেখানেই ওই যুবকের সঙ্গে পরিচয় হয় প্রীতির৷ ওই যুবক প্রীতির দূর সম্পর্কের দাদা হন৷

এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
দিল্লি: বাড়িতে একাই ছিল ১৮ বছরের তরুণী৷ মাকে ফোন করে তিনি বলেছিলেন, তাঁর জন্য রুটি করে রেখেছেন৷ ফিরে এসে মা যেন সেই রুটি খেয়ে নেন৷ কিন্তু বাড়ি ফিরে মা দেখলেন, ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে মেয়ের দেহ৷
মর্মান্তিক এই ঘটনার পর মৃত তরুণীর পরিবার অভিযোগ করেছে, নিজের প্রেমিকের জন্যই এমন চরম সিদ্ধান্ত নিয়েছে প্রীতি কুশওয়াহা নামে ওই তরুণী৷ ওই প্রেমিক প্রীতির দূর সম্পর্কের দাদা হয় বলেও দাবি প্রীতির পরিবারের৷
advertisement
advertisement
নিহত তরুণীর পরিবারের দাবি, বছর দুয়েক আগে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নিজেদের গ্রামের বাড়িতে যান তাঁরা৷ সেখানেই ওই যুবকের সঙ্গে পরিচয় হয় প্রীতির৷ ওই যুবক প্রীতির দূর সম্পর্কের দাদা হন৷ দু জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে৷ শেষ পর্যন্ত গোপনে বিয়েও করেন তাঁরা৷ বিয়ের পরে প্রীতির এক বান্ধবীই সেই ছবি ফাঁস করে দেন৷ ওই যুবককে রিঙ্কুজি বলেও চ্যাটে সম্বোধন করেছিলেন প্রীতি৷
advertisement
কিন্তু পরিবারের আপত্তিতেই ওই যুবকের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে বাধা পান প্রীতি৷ মাঝে জেদ ধরে নিজের মাথার চুল কেটে ন্যাড়া হয়ে যান ওই তরুণী৷ এ নিয়ে নিজের দাদা এবং দিদির সঙ্গে ঝগড়াও হয় তাঁর৷ তবে বেশ কিছু দিন ধরেই ওই যুবক প্রীতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ৷ তাতেই ভেঙে পড়েন প্রীতি৷ সমাজমাধ্যমে করা পোস্টে তাঁর মনের অবসাদও ধরা পড়ে৷ দিন দশেক আগে আত্মহত্যার পথ বেছে নেন ওই তরুণী৷ তার আগে নিজের জন্য পিৎজা এবং ঠান্ডা পানীয় অর্ডার করেন তিনি৷ নিজের প্রেমিককে ফোনও করেন প্রীতি৷ যদিও কল রেকর্ড দেখে পুলিশ জানিয়েছে, প্রীতির ফোন তোলেননি তাঁর প্রেমিক৷
advertisement
প্রীতির পরিবারের অভিযোগ, দশ দিন কেটে গেলেও এখনও তাঁর প্রেমিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ৷ ন্যায়বিচার চাইছে ওই তরুণীর পরিবার৷
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Cousin Sister Relationship: ফোন তুললেন না প্রেমিক, নিজের জন্য পিৎজা- কোল্ড ড্রিংক অর্ডার করলেন তরুণী! তার পরই সব শেষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement