Fake Lady Doctor at Delhi AIIMS: গায়ে সাদা কোট, সবাই ভাবত তিনি দিল্লির এইমস-এর চিকিৎসক! মহিলার আসল কীর্তি ফাঁস করল পুলিশ

Last Updated:

তদন্তে নেমে হাসপাতালের একশোটিরও বেশি সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখে পুলিশ৷ সেই ফুটেজের মধ্যে থেকেই চিকিৎসকদের সাদা কোট পরিহিত এক সন্দেহভাজন মহিলাকে চিকিৎসকদের হস্টেলের ভিতরে ঘুরে বেড়াতে দেখা যায়৷

এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
দিল্লি: গায়ে চাপানো চিকিৎসকদের সাদা কোট৷ দেখে সবাই তাঁকে চিকিৎসক বলেই ভাবতেন৷ আর সেই সুযোগেই দেশের অন্যতম সেরা চিকিৎসা প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট বা এইমস-এর হোস্টেলে ঢুকে চিকিৎসকদের ঘর থেকে হাত সাফাই করার অভিযোগে গ্রেফতার করা হল এক মহিলাকে৷
এইমস-এর এক মহিলা চিকিৎসক সম্প্রতি পুলিশে অভিযোগ জানিয়ে বলেন, হাসপাতালের হস্টেলের ঘর থেকে তাঁর দুটি সোনার চেন, আংটি, কানের দুল, ব্রেসলেট, নগদ সাড়ে চার হাজার টাকা এবং অল্প কিছু বিদেশি মুদ্রা চুরি গিয়েছে৷ সেই অভিযোগের তদন্তে নেমেই গাজিয়াবাদের বাসিন্দা ৪৩ বছরের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
advertisement
তদন্তে নেমে হাসপাতালের একশোটিরও বেশি সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখে পুলিশ৷ সেই ফুটেজের মধ্যে থেকেই চিকিৎসকদের সাদা কোট পরিহিত এক সন্দেহভাজন মহিলাকে চিকিৎসকদের হস্টেলের ভিতরে ঘুরে বেড়াতে দেখা যায়৷ চিকিৎসকরা ডিউটিতে চলে যাওয়ার পর ফাঁকা হস্টেলে ঘুরতে দেখা যায় ওই মহিলাকে৷ বেশ কয়েকটি ঘরের দরজা খুলে ঢোকারও চেষ্টা করেন তিনি৷
অন্য সিসিটিভি ফুটেজে ওই মহিলাকে একটি স্কুটিতে করে এইমস হাসপাতাল চত্বরে ঢোকার ছবি ধরা পড়ে৷ সেই স্কুটির নম্বরের সূত্র ধরেই গাজিয়াবাদের ব্রিজ বিহার এলাকায় ওই মহিলার ঠিকানায় পৌঁছে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ আর তাকে জেরা করেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷
advertisement
ধৃত মহিলা জানিয়েছেন, তিনি বিজ্ঞানে একজন স্নাতক এবং মেডিক্যাল ল্যাব টেকনলজিতেও ডিপ্লোমা ডিগ্রি রয়েছে তাঁর৷ তবে বরাবরই সোনার গয়নার প্রতি আকর্ষিত হন তিনি৷ কিন্তু গয়না কেনার মতো আর্থিক সামর্থ্য নেই তাঁর৷ সেই কারণেই গয়না চুরির নেশা পেয়ে বসে তাঁকে৷
ওই মহিলা জানান, দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন তিনি৷ কাজের সূত্রে এইমস হাসপাতালে এসে তিনি লক্ষ্য করেন, ডিউটিতে বেরনোর সময় হাসপাতালের মহিলা চিকিৎসকরা হস্টেলে নিজেদের ঘরে তালা দেন না৷ এর পরেই চিকিৎসকদের পরার একটি সাদা কোট জোগাড় করেন ওই মহিলা৷ যাতে তাঁকে দেখে কারও সন্দেহ না হয়৷ সেই সাদা কোট পরেই এইমস হাসপাতালের হোস্টেলে ঢুকে হাতসাফাই করেন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Fake Lady Doctor at Delhi AIIMS: গায়ে সাদা কোট, সবাই ভাবত তিনি দিল্লির এইমস-এর চিকিৎসক! মহিলার আসল কীর্তি ফাঁস করল পুলিশ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement