Vasant Bihar Triple Suicide Case: বীভৎস! কীভাবে নিজেদের শেষ করা যায় ইউটিউবে তার ভিডিও দেখতেন আত্মঘাতী মা ও মেয়েরা!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Vasant Bihar Suicide Case Victims watched YouTube Videos: একটি সুইসাইড নোট ঘরের দেওয়াল থেকে উদ্ধার হয়, যাতে লেখা ছিল, “ভেতরে কার্বন মনোক্সাইড রয়েছে। আমরা বাঁচতে চাই না বলে আমাদের বাঁচানোর চেষ্টা করবেন না।"
#নয়াদিল্লি: কী কী ভাবে নিজেকে শেষ করা যায় তার ভিডিও ইউটিউবে বসে দেখতেন মা ও মেয়েরা! বসন্ত বিহারে তিনটি আত্মহত্যার ঘটনায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশি তদন্তে! পুলিশ সূত্রের খবর, তিনজন মহিলাই নিজেকে খুন করার বিভিন্ন উপায় বের করতে নিয়মিত ইউটিউব ভিডিও দেখেছেন। পুলিশ জানিয়েছে, মঞ্জু শ্রীবাস্তবের (৫৫) স্বামী উমেশ শ্রীবাস্তব গত বছর COVID-19-এ মারা যান। তার পর থেকেই মঞ্জু এবং তাঁর কন্যা অঙ্কিতা (৩০) এবং অংশুতা (২৬) বিষণ্ণতায় ভুগতে শুরু করেন। আর্থিক সংকট তাঁদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছিল।
গত শনিবার রাতে, মঞ্জু এবং তাঁর দুই মেয়েকে নিজেদের বাড়িতে আংশিক খোলা গ্যাস সিলিন্ডার এবং সমস্ত জানালা ফয়েল দিয়ে সিল করা অবস্থায় পাওয়া যায়। যে ঘরে তাঁদের মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে তিনটি ছোট কয়লাও জ্বালিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশের এক কর্মকর্তা জানান, যেহেতু “কয়েক মাস ধরেই নিজেদের আত্মহত্যার পরিকল্পনা করেছিল” এই পরিবার, তাই সম্ভবত তাঁরা নিজেদের হত্যা করার বিভিন্ন উপায় খুঁজে বের করার জন্য এবং যাতে তাঁদের কোনোভাবেই বাঁচানো না যায় তা নিশ্চিত করতে নানান ইউটিউব ভিডিও দেখেছিলেন।
advertisement
advertisement
মৃতদের একজনের লেখা একটি সুইসাইড নোট ঘরের দেওয়াল থেকে উদ্ধার হয়, যাতে লেখা ছিল, “ভেতরে কার্বন মনোক্সাইড রয়েছে। আমরা বাঁচতে চাই না বলে আমাদের বাঁচানোর চেষ্টা করবেন না। বাঁচালে আমাদের মন ও মাথার ক্ষতি হতে পারে। এটা বেঁচে থাকা আর মরার চেয়েও খারাপ। আমরা অনুরোধ করছি আপনারা আমাদের বাঁচানোর চেষ্টা করবেন না। বরং নিজেকে বাঁচান।”
advertisement
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দু’টি মোবাইল পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা বলেন, “আমরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা আট নয়টি সুইসাইড নোট ফরেনসিক ল্যাবে পাঠাব যাতে হাতের লেখার সঙ্গে মেলানো যায় যে তিনজনের মধ্যে কে লিখেছে।”
advertisement
মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেই পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2022 12:45 PM IST