Train accidents in India: আবার ট্রেন দুর্ঘটনা! উত্তর প্রদেশে ইয়ার্ডে যাওয়ার পথে বেলাইন ট্রেন, দেশে ১৮ দিনে দশম দুর্ঘটনা

Last Updated:

Train accidents in India: আবার ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল উত্তর প্রদেশ। রবিবার দিল্লি-সাহারানপুর প্যাসেঞ্জার ট্রেনের লাইনচ্য়ুত হওয়ার ঘটনা ঘটল।

ছবি: এক্স থেকে।
ছবি: এক্স থেকে।
সাহারানপুর: আবার ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল উত্তর প্রদেশ। রবিবার দিল্লি-সাহারানপুর প্যাসেঞ্জার ট্রেনের লাইনচ্য়ুত হওয়ার ঘটনা ঘটল।
জানা গিয়েছে ০১৬১৯ দিল্লি-সাহারানপুর মেমু সাহারানপুর জংশনের দিকে যাচ্ছিল। বেলা দেড়টা নাগাদ হঠাৎ বেলাইন হয়ে পড়ে ট্রেনটি। যদিও এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি। রেলের আধিকারিকরা জানান, এই ঘটনাটি যখন ঘটে তখন ট্রেনটি একদমই ফাঁকা ছিল, কারণ যাত্রীদের সাহারানপুরে নামিয়ে ট্রেনটিকে ইয়ার্ডের নিয়ে যাওয়া হচ্ছিল।
advertisement
advertisement
টেনট্রির একাধিক কামরা লাইনচ্যুত হয়ে পড়ে, যেগুলিকে ফের দ্রুত লাইনে ফেরানোর ব্যবস্থা করেন রেলের কর্মীরা। গত কয়েকদিন ধরেই টানা ট্রেন দুর্ঘটনা ঘটে চলেছে। রবিবারই বিশাখাপত্তনমে করবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসে আগুন লাগে। কোনও যাত্রী তাতে আহত না হলেও পুড়ে ছাই হয়ে যায় ট্রেনটির তিনটি কামরা।
advertisement
একই দিনে উত্তর প্রদেশেও ট্রেন দুর্ঘটনা ঘটল। ট্রেনটিতে কোনও যাত্রী না থাকাই এই যাত্রায় কিছুটা হলেও ক্ষতি এড়ানো গিয়েছে। এই নিয়ে অম্বালার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার নবীন কুমার জানান, ট্রেনটিকে ইয়ার্ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, কোনও প্যাসেঞ্জার ট্রেন ইয়ার্ডে নিয়ে যাওয়ার সময় বেলাইন হলে, কামরা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু অন্য ট্রেনের যাতায়াতে কোনও সমস্যা হয় না। ঘটনাচক্রে, এই নিয়ে দেশে ১৮ দিন মোট ১০টি ট্রেন দুর্ঘটনা ঘটল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Train accidents in India: আবার ট্রেন দুর্ঘটনা! উত্তর প্রদেশে ইয়ার্ডে যাওয়ার পথে বেলাইন ট্রেন, দেশে ১৮ দিনে দশম দুর্ঘটনা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement