Train accidents in India: আবার ট্রেন দুর্ঘটনা! উত্তর প্রদেশে ইয়ার্ডে যাওয়ার পথে বেলাইন ট্রেন, দেশে ১৮ দিনে দশম দুর্ঘটনা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Train accidents in India: আবার ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল উত্তর প্রদেশ। রবিবার দিল্লি-সাহারানপুর প্যাসেঞ্জার ট্রেনের লাইনচ্য়ুত হওয়ার ঘটনা ঘটল।
সাহারানপুর: আবার ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল উত্তর প্রদেশ। রবিবার দিল্লি-সাহারানপুর প্যাসেঞ্জার ট্রেনের লাইনচ্য়ুত হওয়ার ঘটনা ঘটল।
জানা গিয়েছে ০১৬১৯ দিল্লি-সাহারানপুর মেমু সাহারানপুর জংশনের দিকে যাচ্ছিল। বেলা দেড়টা নাগাদ হঠাৎ বেলাইন হয়ে পড়ে ট্রেনটি। যদিও এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি। রেলের আধিকারিকরা জানান, এই ঘটনাটি যখন ঘটে তখন ট্রেনটি একদমই ফাঁকা ছিল, কারণ যাত্রীদের সাহারানপুরে নামিয়ে ট্রেনটিকে ইয়ার্ডের নিয়ে যাওয়া হচ্ছিল।
advertisement
advertisement
টেনট্রির একাধিক কামরা লাইনচ্যুত হয়ে পড়ে, যেগুলিকে ফের দ্রুত লাইনে ফেরানোর ব্যবস্থা করেন রেলের কর্মীরা। গত কয়েকদিন ধরেই টানা ট্রেন দুর্ঘটনা ঘটে চলেছে। রবিবারই বিশাখাপত্তনমে করবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসে আগুন লাগে। কোনও যাত্রী তাতে আহত না হলেও পুড়ে ছাই হয়ে যায় ট্রেনটির তিনটি কামরা।
advertisement
একই দিনে উত্তর প্রদেশেও ট্রেন দুর্ঘটনা ঘটল। ট্রেনটিতে কোনও যাত্রী না থাকাই এই যাত্রায় কিছুটা হলেও ক্ষতি এড়ানো গিয়েছে। এই নিয়ে অম্বালার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার নবীন কুমার জানান, ট্রেনটিকে ইয়ার্ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, কোনও প্যাসেঞ্জার ট্রেন ইয়ার্ডে নিয়ে যাওয়ার সময় বেলাইন হলে, কামরা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু অন্য ট্রেনের যাতায়াতে কোনও সমস্যা হয় না। ঘটনাচক্রে, এই নিয়ে দেশে ১৮ দিন মোট ১০টি ট্রেন দুর্ঘটনা ঘটল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2024 11:01 PM IST