COVID19 in Delhi: ফের কোভিডের কালো ছায়া... রাজধানীতে আক্রান্ত ২৩ জন! অ্যাডভাইজরি জারি, হাসপাতালে প্রস্তুতি শুরু

Last Updated:

সাল ২০২০। গোটা বিশ্বজুড়ে তখন ছড়িয়ে পড়ছে করোনা আতঙ্ক। মৃত্যুভয় গ্রাস করছে গোটা পৃথিবীকে। একের পর এক মৃত্যুর খবর। হাসপাতালে স্থান সঙ্কুলান। স্কুল-কলেজ-অফিস-কাছারি সবই বন্ধ। বিপর্যস্ত জনজীবন। একের পর এক ঢেউ গ্রাস করেছে দেশকে।

News18
News18
নয়াদিল্লি: সাল ২০২০। গোটা বিশ্বজুড়ে তখন ছড়িয়ে পড়ছে করোনা আতঙ্ক। মৃত্যুভয় গ্রাস করছে গোটা পৃথিবীকে। একের পর এক মৃত্যুর খবর। হাসপাতালে স্থান সঙ্কুলান। স্কুল-কলেজ-অফিস-কাছারি সবই বন্ধ। বিপর্যস্ত জনজীবন। একের পর এক ঢেউ গ্রাস করেছে দেশকে। তারপর ধীরে ধীরে বিদায় নিয়েছে করোনা। মৃত্যুমিছিল পেরিয়ে ক্রমে স্বাভাবিক জীবনে ফিরেছে মানুষ। সময় লেগেছে, তবু মহামারিকালের আতঙ্ক আস্তে আস্তে বিদায় নিয়েছে। কিন্তু পাঁচ বছর পরে আবার ফিরছে কোভিড। আবারও করোনা ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়াতে চলেছে। এর মধ্যে কোভিডের থাবা দিল্লিতেও।
advertisement
advertisement
দিল্লি সরকার শুক্রবার হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোকে কোভিড-১৯ এর জন্য প্রস্তুতি বাড়ানোর জন্য পরামর্শ জারি করেছে। ২৩টি কেস সামনে এসেছে ইতিমধ্যে। হাসপাতালগুলোকে শয্যা, অক্সিজেন, ভ্যাকসিন এবং প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখতে বলা হয়েছে। স্বাস্থ্যবিভাগের পরামর্শে বলা হয়েছে, “হাসপাতালগুলোকে শয্যা, অক্সিজেন, অ্যান্টিবায়োটিক, অন্যান্য ওষুধ এবং ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। সমস্ত সরঞ্জাম যেমন ভেন্টিলেটর, Bi-PAP, অক্সিজেন কনসেন্ট্রেটর এবং PSA রেডি রাখতে হবে।”
advertisement
পরামর্শে আরও নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত পজিটিভ নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য লোকনায়ক হাসপাতাল পাঠানো হবে। দিল্লির স্বাস্থ্য মন্ত্রী পঙ্কজকুমার সিং জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় রাজধানীতে প্রায় ২৩টি সক্রিয় কোভিড কেস রিপোর্ট করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজকুমার সিং বলেন, “গতকাল পর্যন্ত, দিল্লিতে মোট ২৩ টি কোভিড কেস রিপোর্ট করা হয়েছে।দিল্লি সরকার যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত। জনগণের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
COVID19 in Delhi: ফের কোভিডের কালো ছায়া... রাজধানীতে আক্রান্ত ২৩ জন! অ্যাডভাইজরি জারি, হাসপাতালে প্রস্তুতি শুরু
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement