বিষাক্ত বাতাসে দমবন্ধ, আজ থেকে দিল্লিতে চালু অড-ইভেন স্কিম

Last Updated:

এ দিনও সকাল থেকে দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চল ধোঁয়াশায় ঢাকা৷ দূষণে নিয়ন্ত্রণ আনতে দিল্লিবাসীকে অড-ইভেন ফর্মুলায় রাজ্য সরকারকে সাহায্যের আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

#নয়াদিল্লি: দিল্লির দূষণের মাত্রা সোমবার আরও ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছেছে৷ এয়ার কোয়ালিটি ইনডেক্স আরও খারাপ হয়েছে৷ দিল্লিবাসীর প্রতিটি শ্বাসেই ফুসফুসে ভরে যাচ্ছে মারণ বাতাস৷ এ হেন অবস্থায় আজ অর্থাত্‍ সোমবার থেকে দিল্লিতে ফের চালু হচ্ছে অড-ইভেন স্কিম৷ অর্থাত্‍, একদিন অড নম্বর প্লেটের গাড়ি রাস্তায় নামবে, পরের দিন ইভেন নম্বরের৷ আজ সকাল ৮টা থেকে চালু হয়ে গেল এই স্কিম৷ আপাতত ১৫ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে নির্দেশিকা৷
এ দিনও সকাল থেকে দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চল ধোঁয়াশায় ঢাকা৷ দূষণে নিয়ন্ত্রণ আনতে দিল্লিবাসীকে অড-ইভেন ফর্মুলায় রাজ্য সরকারকে সাহায্যের আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ খারাপ দৃশ্যমানতার জেরে ইতিমধ্যেই ৩৭টি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
অড-ইভেন ফর্মুলা কেউ অমান্য করলে ৪ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে৷ শনিবার সন্ধ্যা ও রবিবার সকালে রাজধানী তে এক পশলা বৃষ্টি হয়। কিন্তু তাতেও দূষণ কমার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। গতকালের চেয়েও এদিন সকালে দূষণের মাত্রা বেশি। দিল্লি-এনসিআর-এর বেশ কয়েকটি জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৯০০ ছাড়িয়েছে। দিল্লির সঙ্গে লাগোয়া গৌতমবুদ্ধ নগর আর গাজিয়াবাদ জেলায় দূষণের জেরে স্কুল কলেজগুলি আগামি মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে ৫ নভেম্বর পর্যন্ত যাবতীয় নির্মানকাজও বন্ধ রাখা হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
বিষাক্ত বাতাসে দমবন্ধ, আজ থেকে দিল্লিতে চালু অড-ইভেন স্কিম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement