বিষাক্ত বাতাসে দমবন্ধ, আজ থেকে দিল্লিতে চালু অড-ইভেন স্কিম
Last Updated:
এ দিনও সকাল থেকে দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চল ধোঁয়াশায় ঢাকা৷ দূষণে নিয়ন্ত্রণ আনতে দিল্লিবাসীকে অড-ইভেন ফর্মুলায় রাজ্য সরকারকে সাহায্যের আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷
#নয়াদিল্লি: দিল্লির দূষণের মাত্রা সোমবার আরও ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছেছে৷ এয়ার কোয়ালিটি ইনডেক্স আরও খারাপ হয়েছে৷ দিল্লিবাসীর প্রতিটি শ্বাসেই ফুসফুসে ভরে যাচ্ছে মারণ বাতাস৷ এ হেন অবস্থায় আজ অর্থাত্ সোমবার থেকে দিল্লিতে ফের চালু হচ্ছে অড-ইভেন স্কিম৷ অর্থাত্, একদিন অড নম্বর প্লেটের গাড়ি রাস্তায় নামবে, পরের দিন ইভেন নম্বরের৷ আজ সকাল ৮টা থেকে চালু হয়ে গেল এই স্কিম৷ আপাতত ১৫ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে নির্দেশিকা৷
Delhi: A layer of smog blankets the area around ITO. Air Quality Index (AQI) is at 434 (severe) in ITO, as per Central Pollution Control Board (CPCB) data. pic.twitter.com/cRZ01BAvuv
— ANI (@ANI) November 4, 2019
এ দিনও সকাল থেকে দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চল ধোঁয়াশায় ঢাকা৷ দূষণে নিয়ন্ত্রণ আনতে দিল্লিবাসীকে অড-ইভেন ফর্মুলায় রাজ্য সরকারকে সাহায্যের আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ খারাপ দৃশ্যমানতার জেরে ইতিমধ্যেই ৩৭টি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
Delhi: A layer of smog blankets the area around Rajpath, this morning. pic.twitter.com/ZWWFilPeI8
— ANI (@ANI) November 4, 2019
অড-ইভেন ফর্মুলা কেউ অমান্য করলে ৪ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে৷ শনিবার সন্ধ্যা ও রবিবার সকালে রাজধানী তে এক পশলা বৃষ্টি হয়। কিন্তু তাতেও দূষণ কমার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। গতকালের চেয়েও এদিন সকালে দূষণের মাত্রা বেশি। দিল্লি-এনসিআর-এর বেশ কয়েকটি জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৯০০ ছাড়িয়েছে। দিল্লির সঙ্গে লাগোয়া গৌতমবুদ্ধ নগর আর গাজিয়াবাদ জেলায় দূষণের জেরে স্কুল কলেজগুলি আগামি মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে ৫ নভেম্বর পর্যন্ত যাবতীয় নির্মানকাজও বন্ধ রাখা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2019 8:29 AM IST