Delhi air pollution: জোড়-বিজোড় নিয়মে চলবে গাড়ি, বন্ধ স্কুল! দূষণে বিধ্বস্ত দিল্লিতে জোড়া সিদ্ধান্ত আপ সরকারের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, ২০ নভেম্বরের পরেও জোড়- বিজোড় নিয়মে যান চলাচল করবে কি না, তা পরে খতিয়ে দেখা হবে৷
দিল্লি: দূষণের কোপ থেকে দিল্লিকে কিছুটা বাঁচাতে ফের পরীক্ষিত ফর্মুলাতেই আস্থা রাখল অরবিন্দ কেজরীওয়াল সরকার৷ আবারও জোড়-বেজোড় নিয়মে দিল্লিতে যান চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে৷ আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে৷ যার অর্থ জোড় সংখ্যার তারিখগুলিতে শুধুমাত্র জোড় সংখ্যা দিয়ে শেষ হওয়া নম্বরের গাড়িগুিল িদল্লির রাস্তয় নামতে পারবে৷ আবার বিজোড় সংখ্যার তারিখগুলিতে পথে নামবে বিজোড় সংখ্যার গাড়ি৷
এর পাশাপাশি দিল্লি সরকার আরও সিদ্ধান্ত নিেয়ছে, দূষণের মাত্রা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দশম এবং দ্বাদশ শ্রেণি বাদে অন্যান্য পড়ুয়াদের জন্য স্কুল বন্ধ রাখা হবে৷ এতদিন শুধুমাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলগুলিতে পঠনপাঠন বন্ধ রাখা হচ্ছিল৷
advertisement
advertisement
গত প্রায় এক সপ্তাহ ধরে দিল্লি ঘন দূষণের চাদরে ঢাকা পড়ে রয়েছে৷ তবে দিল্লিবাসীর কাছে এই পরিস্থিতি নতুন নয়৷ গত কয়েক বছর ধরে শীত পড়তে না পড়তেই দিল্লির বাতাসে দূষণের মাত্রা উদ্বেগজনক ভাবে বেড়ে গিয়েছে৷ দূষণ গ্রাস করেছে দিল্লির বায়ুমণ্ডলকে৷
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, ২০ নভেম্বরের পরেও জোড়- বিজোড় নিয়মে যান চলাচল করবে কি না, তা পরে খতিয়ে দেখা হবে৷ পাশাপাশি, দূষণ রুখতে দিল্লিতে ডিজেল চালিত ট্রাকের প্রবেশ বন্ধ করা হয়েছে৷ নির্মাণ কাজও বন্ধ রাখা হচ্ছে৷ বিএস ৩ এবং বিএস ৪ মানদণ্ডের ডিজেল চালিত যানবাহনের চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 4:54 PM IST