Delhi Cloud Seeding: জলে গেল কোটি কোটি টাকা! নামল না কৃত্রিম বৃষ্টি, এখনও দূষণে দমবন্ধ দিল্লি
- Published by:Satabdi Adhikary
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
তবে সিপিসিবির রিপোর্টে কোথাও কোথাও বাতাসের মান সিভিয়ারে গিয়ে দাঁড়িয়েছে।
নয়াদিল্লি: কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা ব্যর্থ। ব্যর্থ হল ক্লাউড সিডিং৷ দূষণে হাসফাঁস অবস্থা দিল্লিবাসীর। গড় AQI দাঁড়িয়েছে ৩৫২-য়। কৃত্রিম বৃষ্টির জন্য ক্লাউড সিডিং করা হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় কৃত্রিম বৃষ্টি হয়নি দিল্লিতে।
আইআইটি কানপুরের ডিরেক্টর মণীন্দ্র আগরওয়াল জানান, মঙ্গলবার ক্লাউড সিডিংয়ে মাত্র ২০ শতাংশ সিলভার আয়োডাইড মেশানো হয়েছিল। বাকিটা রক সল্ট ও সাধারণ নুন ব্যবহার করা হয়েছিল। মোট ১৪টি ফ্লেয়ার ছোড়া হয়েছিল, তবে মেঘে পর্যাপ্ত জলীয় বাষ্প না থাকায়, বৃষ্টি নামেনি।
advertisement
advertisement
এদিকে পাল্লা দিয়ে বেড়েছে বায়ু দূষণ। স্মগের জেরে শারীরিক সমস্যা শুরু হয়েছে মানুষদের। চোখে জ্বালা, শ্বাস নিতে সমস্যা, মাথা যন্ত্রণার সঙ্গেই বেড়েছে শ্বাসকষ্টের সমস্যাও।
বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির একাধিক এলাকায় একিউআই উঠে যায় সাড়ে তিনশোর উপরে। যাকে বাতেসের মান- খুব খারাপ বলে ধরা হয়।
তবে সিপিসিবির রিপোর্টে কোথাও কোথাও বাতাসের মান সিভিয়ারে গিয়ে দাঁড়িয়েছে।
advertisement
আনন্দ বিহার – 408
সিআরআরআই মথুরা রোড – 348
দ্বারকা সেক্টর ৮– 376
আইজিআই এয়ারপোর্ট – 330
আইটিও – 379
জাহাঙ্গীরপুরি– 398
জওহরলাল নেহরু স্টেডিয়াম – 371
লোধি রোড – 342
মুন্দকা – 372
advertisement
নজফগড় – 344
নারেলা – 380
নর্থ ক্যাম্পীস, ডিইউ– 366
ওখলা ফেজ 2 – 370
পটপটগন্জ – 394
পান্জাবিবাগ – 377
পুসা রোড – 363
আরকে পুরম – 382
রোহিনী– 396
সিরিফোর্ট – 388
বিবেক বিহার – 418
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
October 30, 2025 2:38 PM IST

