Jahangirpuri Violence: জাহাঙ্গিরপুরীতে তৃণমূল সাংসদদের ঢুকতে বাধা, অন্য দলকে অনুমতি, অভিযোগ মারাত্মক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নদিয়ার হাঁসখালির ধর্ষণ কাণ্ড বা বীরভূমের বগটুইয়ের হিংসার ঘটনাতেও রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠানো হয়েছিল বিজেপি-র তরফে৷
#দিল্লি: দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায় গিয়েও ঢুকতে পারলেন না তৃণমূল সাংসদরা৷ শুধু তাই নয়, অন্যান্য দলের প্রতিনিধিদের জাহাঙ্গিরপুরী এলাকার যে পর্যন্ত যেতে দিচ্ছে পুলিশ, তৃণমূল সাংসদদের তার অনেক আগে আটকে দেওয়া হয় বলেও অভিযোগ৷ পুলিশের বাধা পেয়ে ফিরে আসতে বাধ্য হন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন পাঁচ সাংসদের প্রতিনিধি দল৷
গোষ্ঠী সংঘর্ষে কয়েকদিন আগেই তীব্র উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি জাহাঙ্গিরপুরী এলাকা৷ পরিস্থিতি খতিয়ে দেখতে এ দিন তৃণমূলের তরফে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জাহাঙ্গিরপুরী এলাকায় যায়৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের পাঁচ মহিলা সাংসদকে নিয়ে এই কমিটি তৈরি করা হয়৷ দলে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, অপরাজিতা পোদ্দার, শতাব্দী রায় এবং সাজদাহ আহমেদ ৷
advertisement
advertisement
জাহাঙ্গিরপুরী এলাকা কিছুটা শান্ত হওয়ার পরই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন৷ রাজনৈতিক নেতারা কোন পর্যন্ত যেতে পারবেন, তার নির্দিষ্ট সীমারেখা করে দিয়েছে দিল্লি পুলিশ৷ এ দিনও তৃণমূল সাংসদরা যে সময়ে জাহাঙ্গিরপুরীতে পৌঁছন, প্রায় একই সময়ে সেখানে পৌঁছন সিপিআই এবং সমাজবাদী পার্টির প্রতিনিধিরা৷
advertisement
অভিযোগ, বাকি দুই দলের নেতাদের পুলিশের তৈরি নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত যেতে দেওয়া হলেও তার প্রায় পাঁচশো মিটার আগেই তৃণমূল সাংসদদের আটকে দেওয়া হয়৷ তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার বলেন, 'চারপাশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে৷ পুলিশ মানুষকে মানুষ বলে মনে করছে না৷ কিন্তু এখানকার মহিলা, শিশুরা এসে আমাদের সঙ্গে কথা বলছেন৷ স্থানীয় মানুষই পিছনের রাস্তা দিয়ে আমাদের ভিতরে নিয়ে গিয়েছিলেন৷ খবর পেয়েই ঝাঁপিয়ে পড়েছে পুলিশ৷ এখানে জল নেই, কোনও পরিষেবা নেই বলে মানুষ অভিযোগ করলেন৷ যা শুনলাম, দেখলাম, সবই ফিরে গিয়ে দলনেত্রীকে জানাবো৷'
advertisement
প্রসঙ্গত, নদিয়ার হাঁসখালির ধর্ষণ কাণ্ড বা বীরভূমের বগটুইয়ের হিংসার ঘটনাতেও রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠানো হয়েছিল বিজেপি-র তরফে৷ তাঁদের অবশ্য আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে কথা বলতে দেওয়া হয়েছিল রাজ্য প্রশাসনের তরফে৷ সেই রিপোর্ট দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে জমা দিয়েছে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি৷
এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, 'পশ্চিমবঙ্গে তৃণমূলের লুকনোর কিছু নেই৷ তাই ঘটনাস্থলে সবাই যেতে পারে৷ কিন্তু দিল্লিতে আটকানো হয়৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2022 4:25 PM IST