জঙ্গি হানার আশঙ্কায় রাজধানীতে জারি হাই অ্যালার্ট
Last Updated:
জঙ্গি হানার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হল রাজধানী দিল্লিতে। গোয়েন্দা সূত্রে খবর, নাশকতার উদ্দেশে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি রাজধানীতে ঢুকেছে। সতর্কবার্তা আসার পরেই নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ।
#নয়াদিল্লি: জঙ্গি হানার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হল রাজধানী দিল্লিতে। গোয়েন্দা সূত্রে খবর, নাশকতার উদ্দেশে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি রাজধানীতে ঢুকেছে। সতর্কবার্তা আসার পরেই নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। রাজধানীর সমস্ত গুরুত্বপূর্ণ এলাকা গুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে ট্রেনে বিস্ফোরণ ঘটনা হবে। রবিবার এই হুমকি পাওয়ার পর দিল্লিগামী সমস্ত ট্রেন, মেট্রো ও রেল স্টেশনগুলিতে জোর কদমে তল্লাশি চালানো হয়েছে।
বড়সড় নাশকতা ঘটানোর জন্য দিল্লিতে ঢুকেছে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি। গোয়েন্দা সতর্কতা ছিলই, তারপর রবিবার সকালেই হুমকিবার্তা পাওয়ার পর আর কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না ৷ প্যারা মিলিটারি ফোর্স, এনএসজি কম্যান্ডোদের তৈরি থাকতে বলা হয়েছে। এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, মার্কেট, রেল স্টেশন সর্বত্রই হাই অ্যালার্ট জারি করা হয়েছে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2016 5:12 PM IST