Mundka Fire Incident Update: ক্রেনে করে নেমে আগে নিজের প্রাণ বাঁচান, দিল্লির মুন্দকা অগ্নিকাণ্ডে ধৃত বহুতলের মালিক

Last Updated:

Mundka Metro Station Fire: মণীশ লাকড়া এবং তাঁর পরিবার শুক্রবার ওই বহুতলেরই উপরের তলায় ছিলেন যখন আগুন ছড়িয়ে পড়ে। তাঁরা একটি ক্রেনের সাহায্যে নিচে নেমে আসেন।

Delhi Mundka Fire
Delhi Mundka Fire
Delhi Mundka Fire: শুক্রবার ভয়াবহ এক অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে রাজধানী দিল্লি। পশ্চিম দিল্লির মুন্দকা মেট্রো স্টেশনের কাছে এক বহুতলে বিশাল অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যু হয় ২৭ জনের। সেই বহুতলের মালিককে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন বহুতলের মালিক মণীশ লাকড়া। শনিবারই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রবিবার সকালে একাধিক অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, মণীশ লাকড়া এবং তাঁর পরিবার শুক্রবার ওই বহুতলেরই উপরের তলায় ছিলেন যখন আগুন ছড়িয়ে পড়ে। তাঁরা একটি ক্রেনের সাহায্যে নিচে নেমে আসেন। আগুনে পুড়ে মারা যান মোটিভেশনাল স্পিকার কৈলাশ জায়ানি ও তাঁর ছেলে আমান জায়ানি। পুলিশ জানিয়েছে, গুরুগ্রামের বাসিন্দা কৈলাশ জায়ানি ভবনের দ্বিতীয় তলায় একটি বিষয়ে আচলোচনা করছিলেন। সেই সভায় বেশ কয়েকজন উপস্থিত ছিলেন এবং বেশিরভাগ মৃত্যুও ঘটে সেখানেই।
advertisement
advertisement
শনিবার আগুনের ঘটনায় ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সন্দেহ করা হচ্ছে, একটি এয়ার কন্ডিশনারে বিস্ফোরণ থেকে প্রথম আগুনের সূত্রপাত হতে পারে। বাণিজ্যিক এই বহুতলের প্রথম তলা থেকে আগুন লাগা শুরু হয় যেখানে একটি সিসিটিভি ক্যামেরা এবং রাউটার তৈরি ও অ্যাসেম্বলিং কোম্পানির অফিস রয়েছে।
advertisement
বহুতলের সমস্ত তলই ব্যবহার করত এই নির্দিষ্ট কোম্পানি, জানান ডিসিপি সমীর শর্মা। বলেছিলেন। পুলিশের ডেপুটি কমিশনার (আউটার) সমীর শর্মা জানান, কোম্পানির মালিক হরিশ গোয়েল এবং বিজয় গোয়েলকেও গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪.৪৫ নাগাদ চারতলা ওই বহুতলে আগুন লাগে। অন্তত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ২৯ জন নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজদের মধ্যে ২৪ জনই মহিলা। পুলিশ জানিয়েছে, মৃতদেহ শনাক্ত করার জন্য শীঘ্রই ডিএনএ পরীক্ষা করা হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Mundka Fire Incident Update: ক্রেনে করে নেমে আগে নিজের প্রাণ বাঁচান, দিল্লির মুন্দকা অগ্নিকাণ্ডে ধৃত বহুতলের মালিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement