Delhi Metro: মেট্রোর দরজায় আটকে গেল শাড়ি! প্ল্যাটফর্মে মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল রেল, তারপর...

Last Updated:

রিনার এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্বামী প্রায় সাত বছর আগে মারা গিয়েছে।

নয়াদিল্লি: ভয়ঙ্কর এক দৃশ্যের সাক্ষী থাকল দিল্লিবাসী৷ দিল্লির ইন্দ্রলোক স্টেশনে মেট্রো থেকে নামতে গিয়ে ট্রেনের দরজায় আটকে গেল মহিলার শাড়ি৷ তবে মেট্রোরেল তার পরেও থামেনি৷ মহিলাকে প্ল্যাটফর্মের উপর দিয়ে প্রায় ২৫ মিটার টেনে হিঁচড়ে টেনে নিয়ে যায় সেই ট্রেন৷ তারপর হইহুল্লোড় শুনে অবশেষে থামে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন বছর পঁয়ত্রিশের ওই মহিলা৷ তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় সফদরজঙ হাসপাতালে৷
দিল্লি মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক অনুজ দয়াল বলেন, ‘‘ইন্দ্রলোক মেট্রো স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে৷ ওই মহিলার শাড়ি কোনও ভাবে মেট্রো রেলের দরজায় আটকে যায়৷ উনি গুরুতর আহত হন৷ দু’দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে শনিবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷’’ ঘটনার যথাযথ তদন্ত করা হবে বলে জানিয়েছেন মেট্রো রেলওয়ে সেফটি অফিসার৷
advertisement
আরও পড়ুন: রোজ রান্নায় খান ‘এই’ তেল! অথচ আমেরিকা-কানাডায় নিষিদ্ধ বিশেষ কারণে, দেখুন
মৃত মহিলা রিনার আত্মীয়, ভিকি জানিয়েছেন রিনা পশ্চিম দিল্লির নাংলোই থেকে মোহন নগরে যাচ্ছিলেন৷ সেই সময়ে দুর্ঘটনার মুখোমুখি হন। ভিকি বলেন, “ইন্দ্রলোক মেট্রো স্টেশনে পৌঁছে ট্রেন বদল করছিল, তখন ওর শাড়ি আটকে যায়। তারপরেই নীচে পড়ে যান। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সন্ধ্যায়, তিনি মারা যান৷”
advertisement
advertisement
আরও পড়ুন: হতে চেয়েছিলেন ডাক্তার! হয়ে গেলেন সংসদ কাণ্ডের ষড়যন্ত্রী…পুরোহিত বাবার ছেলের কেন এই পরিণতি?
রিনার এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। তাঁর স্বামী প্রায় সাত বছর আগে গত হয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Metro: মেট্রোর দরজায় আটকে গেল শাড়ি! প্ল্যাটফর্মে মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল রেল, তারপর...
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement