advertisement

Delhi Crime News: ‘এসো, মৃতদেহ নিয়ে যাও...!’ ডাম্বেল মেরে, দরজায় মাথা ঠুকে পুলিশ-কম্যান্ডো অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের পর শ্যালককে বলেন যুবক

Last Updated:

Delhi Crime News:কাজল ২০২৩ সাল থেকে দিল্লি পুলিশের কম্যান্ডো হিসেবে কর্মরত ছিলেন। তাঁর পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে তাঁর স্বামী তাঁকে হত্যা করেছেন।

দুই পরিবারের সম্মতিক্রমে তাঁরা বিয়ে করেন
দুই পরিবারের সম্মতিক্রমে তাঁরা বিয়ে করেন
নয়াদিল্লি : প্রতিরক্ষা মন্ত্রকের কর্মী অঙ্কুর চৌধুরির হাতে তাঁর স্ত্রী কাজলের খুনের ঘটনায় তোলপাড় দিল্লিতে৷ অভিযোগ, দাম্পত্য কলহের মাঝে স্ত্রী মাথায় ডাম্বেলের আঘাত করেন অঙ্কুর৷ তার পর কাজলের ভাইকে ফোন করে বলেন, ‘এসো, মৃতদেহ নিয়ে যাও’৷ পুলিশের দাবি, গত ২২ জানুয়ারি স্বামীর হাতে ডাম্বেলের আঘাতে গুরুতর আহত হন দিল্লি পুলিশের সোয়াট কম্যান্ডো কাজল (২৭)৷ তিনি ৪ মাসের অন্তঃস্ত্বা ছিলেন বলে দাবি পরিবারের৷ মঙ্গলবার তাঁর মৃত্যু হয় গাজিয়াবাদের এক হাসপাতালে৷ মৃতার পরিজনদের দাবি, শুধু ডাম্বেলের আঘাতই নয়৷ কাজলের মাথা দরজায় ঠুকে দেন অঙ্কুর৷
কাজল ২০২৩ সাল থেকে দিল্লি পুলিশের কম্যান্ডো হিসেবে কর্মরত ছিলেন। তাঁর পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে তাঁর স্বামী তাঁকে হত্যা করেছেন। কাজলের ভাই নিখিলের অভিযোগ, ‘‘তাঁরা যৌতুকের জন্য আমার বোনকে হত্যা করেছে। অঙ্কুরের পরিবার বিয়ের পর আমাদের কাছে গাড়ি এবং নগদ টাকা চাইত, কারণ তাঁদের ছেলের সরকারি চাকরি ছিল”। তিনি আরও বলেন, পণ যৌতুকের দাবিতে স্বামীর হাতে নির্যাতিত হত তাঁর বোন।
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৭ বছর বয়সি কাজল ২০২২ সালে স্নাতক হন। কলেজে পড়ার সময়, গানৌরের বাসিন্দা অঙ্কুরের সঙ্গে তাঁর আলাপ হয়। দুই পরিবারের সম্মতিক্রমে তাঁরা বিয়ে করেন। বিয়ের আগেই, কাজলকে ২০২৩ সালে দিল্লি পুলিশের বিশেষ সেলে কম্যান্ডো হিসেবে নির্বাচিত করা হয়। ইতিমধ্যে, অঙ্কুরও প্রতিরক্ষা মন্ত্রকে কেরানির চাকরি পেয়ে যান।
advertisement
advertisement
বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় অঙ্কুর হেনস্থা করতে শুরু করে কাজলকে৷ গাড়ি ও টাকার দাবি করে। সে তাঁকে শারীরিকভাবেও নির্যাতন করে, অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। ক্রমাগত মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে, কাজল ২০২৪ সালে দিল্লিতে চলে যান। তবে, অঙ্কুর যৌতুকের দাবি এবং কাজলের উপর শারীরিকভাবে নির্যাতন চালিয়ে যেতে থাকে বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন : মাথায় পর পর ডাম্বেলের আঘাত! অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর হাতে নির্মম ভাবে খুন দিল্লি পুলিশের তরুণী SWAT কম্যান্ডো
২২ জানুয়ারি, পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় যখন কাজলের ভাই নিখিলকে ফোন করে বোনের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান অঙ্কুর। এর পরই কাজলের বাড়িতে ছুটে যান কাজলের বাড়ির লোকজন৷ গুরুতর আহত কাজলকে হাসপাতালে নিয়ে যান৷ খবর দেওয়া হয় পুলিশে। ২২ জানুয়ারি ঘটনার রাতেই অঙ্কুরকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে মোহন গার্ডেন থানায় তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়। তবে কাজলের মৃত্যুর পর এ বার খুনের অভিযোগও যুক্ত করা হবে।
advertisement
“বিয়ের প্রায় পর পরই অঙ্কুরের পরিবার যৌতুক নিয়ে মন্তব্য করতে শুরু করে। বিয়ের পর কাজল সোনিপথে তাঁর শ্বশুরবাড়ির পরিজনদের সঙ্গেই থাকতেন বলে জানা গিয়েছে। কিন্তু ক্রমশ এই ধরনের পারিবারিক বিরোধের কারণে পরবর্তীতে অঙ্কুর এবং কাজল একটি ফ্ল্যাটে চলে যায় মোহন গার্ডেনে,” নিখিল বলেন। কিন্তু অঙ্কুর তাঁর পরিবারের সঙ্গে থাকার জন্য জোর করায় তাঁরা ফের সোনিপথে ফিরে আসেন৷ নিহতের বাবা রাকেশ অভিযোগ করেছেন যে তাঁর মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ তাই তাঁর অভিযোগ, মা ও তাঁর অনাগত সন্তান-সহ দু’জনকে খুন করেছে অঙ্কুর।
advertisement
মঙ্গলবার কাজলের ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাহ করা হয়। দিল্লি পুলিশ জানিয়েছে যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Crime News: ‘এসো, মৃতদেহ নিয়ে যাও...!’ ডাম্বেল মেরে, দরজায় মাথা ঠুকে পুলিশ-কম্যান্ডো অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের পর শ্যালককে বলেন যুবক
Next Article
advertisement
উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
  • উদ্ধার ব্ল্যাকবক্স !

  • বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে?

  • পাইলটের শেষ কথা ‘Oh S***’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement