Delhi blackmail: আলাপ জমিয়ে হাতিয়ে নিত গোপন ছবি, ৭০০ মহিলাকে কীভাবে ফাঁদে ফেলল দিল্লির যুবক?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আলাপের পর মহিলারা মুখোমুখি দেখা করার কথা বললে নানা অছিলায় তা এড়িয়ে যেত ওই যুবক৷
নয়াদিল্লি: দু, চার জন নয়৷ একে একে ৭০০ জন মহিলার সঙ্গে প্রতারণা৷ শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে গেলেন দিল্লির বাসিন্দা ২৩ বছর বয়সি বিবিএ পাস এক যুবক৷
অভিযোগ, আমেরিকার মডেল হিসেবে নিজের পরিচয় দিয়ে ডেটিং অ্যাপ এবং সমাজমাধ্যমে প্রথমে আলাপ জমাতেন ওই যুবক৷ তাঁর নিশানায় থাকতেন ১৮ থেকে ৩০ বছর বয়সি মহিলারা৷ এর পর ঘনিষ্ঠতা বাড়লেই মহিলাদের সেই মহিলাদের থেকে ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেল করা শুরু করতেন অভিযুক্ত৷ ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে মোটা টাকা আদায় করতেন তিনি৷
advertisement
advertisement
শেষ পর্যন্ত ওই প্রতারকের কীর্তি ফাঁস করে দেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী৷ ২০২৪ সালে নেটমাধ্যমেই প্রতারক ওই যুবকের সঙ্গে পরিচয় হয় ওই ছাত্রীর৷ নিজেকে আমেরিকার ফ্রিল্যান্স মডেল হিসেবে পরিচয় দেয় ওই যুবক৷ এর পর ওই তরুণীর থেকেও ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয় সে৷ শুরু হয় ব্ল্যাকমেল৷ প্রথমে প্রতারকের দাবি মতো টাকাও দিতে শুরু করেন ওই ছাত্রী৷ তার পরেও ওই যুবক টাকা দাবি করায় গোটা বিষয়টি নিজের পরিবারকে জানান ওই ছাত্রী৷ পরিবারের পরামর্শেই দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি৷
advertisement
তদন্তে নেমে পুলিশ যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সূত্র ধরে পূর্ব দিল্লির শাকারপুর অঞ্চলে অভিযুক্তের বাড়ির ঠিকানার সন্ধান পায়৷ সেখান থেকেই গ্রেফতার করা হয় ২৩ বছর বয়সি তুষার বিস্তকে গ্রেফতার করে পুলিশ৷ বিবিএ পাস ওই যুবক একটি বহুজাতিক সংস্থায় চাকরিও করত৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ডেটিং অ্যাপে ৫০০ জন এবং সোশ্যাল মিডিয়ায় আরও প্রায় ২০০ জন মহিলার সঙ্গে যুবকের পরিচয় ছিল৷ তার মধ্যে অন্তত ৬০ জন মহিলাকে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের জন্য কথোপকথনের প্রমাণ পেয়েছে পুলিশ৷
advertisement
ওই যুবক একটি ভার্চুয়াল ইন্টারন্যাশনাল ফোন নম্বর ব্যবহার করে মহিলাদের সঙ্গে যোগাযোগ করত৷ নিজের প্রোফাইল ছবি হিসেবে একজন ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করত৷ টার্গেট করত ১৮ থেকে ৩০ বছর বয়সি মহিলাদের৷ নিয়মিত সমাজমাধ্যমে পোস্ট করে ওই যুবক এমন ধারণা তৈরি করতেন, যাতে তাকে ভারতে আসা কোনও বিদেশি মডেল হিসেবে মনে হয়৷
advertisement
আলাপের পর মহিলারা মুখোমুখি দেখা করার কথা বললে নানা অছিলায় তা এড়িয়ে যেত ওই যুবক৷ পুলিশ জানিয়েছে, প্রথমে নিছক মজা করার জন্যই মহিলাদের সঙ্গে আলাপ জমাত ওই যুবক৷ কিন্তু মহিলাদের ব্যক্তিগত ছবি হাতে আসার পর থেকেই ব্ল্যাকমেল করতে শুরু করে সে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2025 2:51 PM IST