Sana Ganguly Road Accident: সৌরভের মেয়ের গাড়িতে ধাক্কা বেপরোয়া বাসের! ভয়ঙ্কর ঘটনার সাক্ষী সানা

Last Updated:
Sana Ganguly Road Accident: ফের কলকাতা শহরে বেপরোয়া বাস। এবার বাসের ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়িতে।
1/5
সূত্রের খবর, চালকের আসনের পাশে বসে ছিলেন সৌরভের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। সেই সময়, ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার কাছে দুটি বাস রেষারেষি করতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে।
সূত্রের খবর, চালকের আসনের পাশে বসে ছিলেন সৌরভের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। সেই সময়, ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার কাছে দুটি বাস রেষারেষি করতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে।
advertisement
2/5
জানা গিয়েছে চালকের আসনের দিকে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার অভিঘাতে সানার গাড়ি উল্টে যাচ্ছিল, কিন্তু চালকের তৎপরতায় বেঁচে চায় সানার গাড়ি।প্রতীকী ছবি।
জানা গিয়েছে চালকের আসনের দিকে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার অভিঘাতে সানার গাড়ি উল্টে যাচ্ছিল, কিন্তু চালকের তৎপরতায় বেঁচে চায় সানার গাড়ি।প্রতীকী ছবি।
advertisement
3/5
গাড়িটির ক্ষতি হলেও চালকের তৎপরতায় অল্পের জন্য আঘাত লাগেনি সানার। বাসটি আমতাগামী বাস ছিল বলে স্থানীয় সূত্রে খবর। প্রতীকী ছবি।
গাড়িটির ক্ষতি হলেও চালকের তৎপরতায় অল্পের জন্য আঘাত লাগেনি সানার। বাসটি আমতাগামী বাস ছিল বলে স্থানীয় সূত্রে খবর। প্রতীকী ছবি।
advertisement
4/5
থানায় অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে। অভিযোগ পেয়ে তৎপর হয় কলকাতা পুলিশ, গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাসচালককে।
থানায় অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে। অভিযোগ পেয়ে তৎপর হয় কলকাতা পুলিশ, গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাসচালককে।
advertisement
5/5
ফের কলকাতা শহরে বেপরোয়া বাস। এবার বাসের ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়িতে।
ফের কলকাতা শহরে বেপরোয়া বাস। এবার বাসের ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়িতে।
advertisement
advertisement
advertisement