Delhi Incident: রক্তে ভেসে যাচ্ছে ঘর, পাশাপাশি পড়ে বাবা-মা-যুবতী কন্যার দেহ! ছেলে তখন...ভয়ঙ্কর ঘটনা রাজধানীতে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Delhi Incident: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন রাজেশ (৫৩), তাঁর স্ত্রী কোমল (৪৭) এবং তাদের ২৩ বছরের একমাত্র কন্যা কবিতা।
নয়াদিল্লি: নয়াদিল্লিতে একই পরিবারের তিন জনের রহস্যমৃত্যু। একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিল্লির নেব সরাইয়ের এক বাড়ির একটি ঘর থেকে বাবা, মা এবং তাদের কন্যার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা বাড়িতে ঢুকে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। কিন্তু ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন রাজেশ (৫৩), তাঁর স্ত্রী কোমল (৪৭) এবং তাদের ২৩ বছরের একমাত্র কন্যা কবিতা। বুধবার ভোর ৫টা নাগাদ, তাদের পুত্র রোজকার মতোই মর্নিং ওয়াকে গিয়েছিলেন। কিন্তু বাড়ি ফিরে এসে দেখেন দরজা খোলা। এরপরই ঘরের ভিতরে দেখতেই আঁতকে ওঠেন তিনি।
advertisement
advertisement
মৃত ব্যক্তির ছেলে জানিয়েছেন, তিনি দেখেন বাবা, মা এবং বোন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গেই চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন তিনি। তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে। সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ। এরপর তারা এসে দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তকারীদের অনুমান, চুরি বা ডাকাতির জন্য এই খুনগুলি নয়। কারণ, কোনও জিনিস চুরি বা লুটের প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কি পরিচিত কেউ এই খুনে জড়িত? তদন্ত করে দেখছে পুলিশ।
advertisement
সংবাদ সংস্থা এএনআই-কে এক প্রতিবেশী জানিয়েছেন, “ওই বাড়ির ছেলের চিৎকার শুনতে পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছই। সেখানে গিয়ে দেখি যে, ঘরের মধ্যে তিন জনের দেহ পড়ে রয়েছে। আর চারপাশ রক্তে ভেসে যাচ্ছে।” উল্লেখ্য, বুধবারই ছিল রাজেশ-কোমলের বিবাহবার্ষিকী। সেই দিনই ঘটল এই ঘটনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2024 3:30 PM IST