Chinmoy Krishna Das: তাঁকে ঘিরেই উত্তাল বাংলাদেশ, প্রতিবাদে মুখর ভারত! কিন্তু কে এই চিন্ময় কৃষ্ণ দাস? তাঁর আসল পরিচয় জানেন? চমকে যাবেন কিন্তু শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Chinmoy Krishna Das: বাংলাদেশের বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে।
advertisement
advertisement
advertisement
গ্রেফতার হওয়ার আগে গত কয়েক দিনে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে একাধিক সমাবেশের নেতৃত্ব দেন। তিনি দাবি করেন যে, সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া 'নিপীড়নের' বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশগুলি অনুষ্ঠিত হয়েছিল। তবে তাঁর কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে। বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
advertisement
চিন্ময় কৃষ্ণের আসল নাম চন্দন কুমার ধর। চট্টগ্রামের পুণ্ডরিক ধামের প্রধান তিনি। ইসকনের তরফে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানানো হয়। চিন্ময় দাসের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলেই জানানো হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি জানানো হয়েছে। কিন্তু আইনজীবী না মেলায় তাঁর জামিনের শুনানিও পিছিয়ে গিয়েছে এক মাস।
advertisement
