Delhi High Court: কাঁপতে কাঁপতে এজলাসে ঢুকলেন ৯০ বছরের বৃদ্ধ! চার দশকের পুরনো মামলায় কী শাস্তি দিল আদালত?

Last Updated:

জানা গিয়েছে, এই মামলার সূত্রপাত ১৯৮৪ সালে৷ অভিযুক্ত ওই বৃদ্ধের নাম সুরেন্দ্র কুমার৷

দিল্লি হাইকোর্ট৷
দিল্লি হাইকোর্ট৷
আদালতের আইনি সওয়াল জবাবে সাধারণত আবেগের জায়গা থাকে না৷ তা সত্ত্বেও ব্যতিক্রমী একটি মুহূর্তের সাক্ষী থাকল দিল্লি হাইকোর্ট৷ ঘুষ মামলায় অভিযুক্ত ৯০ বছর বয়সি এক বৃদ্ধকে একদিনের প্রতীকী কারাবাসের শাস্তি দিল দিল্লি হাইকোর্ট৷
জানা গিয়েছে, এই মামলার সূত্রপাত ১৯৮৪ সালে৷ অভিযুক্ত ওই বৃদ্ধের নাম সুরেন্দ্র কুমার৷ বর্তমানে তাঁর বয়স ৯০ বছর৷ বয়সের ভাড়ে ভেঙে পড়েছে ওই বৃদ্ধের শরীর৷ বয়সজনিত নানা রোগে কাবু তিনি৷ তার মধ্যেও কাঁপতে কাঁপতে হাজিরা দেন ওই অভিযুক্ত৷
সুরেন্দ্র কুমার নামে ওই বৃদ্ধ ১৯৮৪ সালে স্টেট ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার চিফ মার্কেটিং ম্যানেজার পদে ছিলেন৷ সেই সময় তাঁর বিরুদ্ধে একটি সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে ১৫ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে৷ অভিযোগ পেয়ে ফাঁদ পেতে সুরেন্দ্র কুমারকে হাতেনাতে গ্রেফতার করে সিবিআই৷
advertisement
advertisement
দীর্ঘ চার দশক ধরে সেই মামলাতেই আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন ওই বৃদ্ধ৷ ২০০২ সালে তাঁকে প্রথমবার দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাবাসের শাস্তি দিয়ে আদালত৷ যদিও এই নির্দেশের পর পরই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে যান ওই অভিযুক্ত৷ তার পরেও অবশ্য আইনি জটিলতা মেটেনি৷ সেই মামলা চলতেই থাকে৷ অবশেষে ঘটনার প্রায় চল্লিশ বছর পর সেই মামলার নিষ্পত্তি হল দিল্লি হাইকোর্টে৷
advertisement
নির্দেশ দিতে গিয়ে বিচারপ্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতার সমালোচনাই করেন বিচারপতি৷ ওই বৃদ্ধের গুরুতর শারীরিক অবস্থা এবং প্রায় দশক ধরে আদালতে আইনি জটিলতার যে ঝক্কি তাঁকে সামলাতে হয়েছে তা বিবেচনা করে একদিনের কারবাসের শাস্তি দেন বিচারপতি৷ যেহেতু আগেই ওই অভিযুক্ত এই শাস্তি ভোগ করেছেন, তাই এবার আর নতুন করে তাঁকে জেলে যেতে হয়নি৷ নির্দেশ দিতে গিয়ে বিচারপতি আরও জানান, বিচার ব্যবস্থার এই দীর্ঘসূত্রিতা ন্যায়বিচারের পথে অন্যতম প্রধান বাধা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi High Court: কাঁপতে কাঁপতে এজলাসে ঢুকলেন ৯০ বছরের বৃদ্ধ! চার দশকের পুরনো মামলায় কী শাস্তি দিল আদালত?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement