Delhi Mahila Samridhi Yojana: দিল্লিতেও 'লক্ষ্মীর ভাণ্ডার', মাসিক কত টাকা পাবেন মহিলারা? নারী দিবসে বড় চমক বিজেপি সরকারের

Last Updated:

এ দিন সকালেই মহিলাদের মাসিক অনুদান দেওয়ার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, তা পূরণ না হওয়া নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশি৷

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত৷ ছবি- পিটিআই
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত৷ ছবি- পিটিআই
নয়াদিল্লি: ক্ষমতায় এলে দিল্লিতেও মহিলাদের জন্য মাসিক অনুদান চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ আন্তর্জাতিক নারী দিবসে সেই প্রতিশ্রুতি পূরণ করল দিল্লির বিজেপি সরকার৷ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, এবার থেকে দিল্লির বাসিন্দা মহিলাদের মাসিক ২৫০০ টাকা করে অনুদান দেবে দিল্লি সরকার৷ আজই রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে৷
দিল্লির মুখ্যমন্ত্রী জানান, ‘আন্তর্জাতিক নারী দিবসের দিন আমরা রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলাম৷ নির্বাচনের আগে আমরা দিল্লির মহিলাদের মাসিক ২৫০০ টাকা করে দেওয়ার কথা বলেছিলাম৷ আজ মন্ত্রিসভা সেই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে৷’
advertisement
advertisement
‘মহিলা সমৃদ্ধি যোজনা’ নামে এই প্রকল্পের জন্য বাজেটে ৫১০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্তেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ প্রকল্প বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছে৷ খুব শিগগিরই এই প্রকল্পে নাম নথিভুক্তির জন্য একটি পোর্টালও খোলা হবে৷
ঘটনাচক্রে, এ দিন সকালেই মহিলাদের মাসিক অনুদান দেওয়ার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, তা পূরণ না হওয়া নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশি৷ এর কিছুক্ষণের মধ্যেই বড় ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Mahila Samridhi Yojana: দিল্লিতেও 'লক্ষ্মীর ভাণ্ডার', মাসিক কত টাকা পাবেন মহিলারা? নারী দিবসে বড় চমক বিজেপি সরকারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement