Delhi Mahila Samridhi Yojana: দিল্লিতেও 'লক্ষ্মীর ভাণ্ডার', মাসিক কত টাকা পাবেন মহিলারা? নারী দিবসে বড় চমক বিজেপি সরকারের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন সকালেই মহিলাদের মাসিক অনুদান দেওয়ার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, তা পূরণ না হওয়া নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশি৷
নয়াদিল্লি: ক্ষমতায় এলে দিল্লিতেও মহিলাদের জন্য মাসিক অনুদান চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ আন্তর্জাতিক নারী দিবসে সেই প্রতিশ্রুতি পূরণ করল দিল্লির বিজেপি সরকার৷ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, এবার থেকে দিল্লির বাসিন্দা মহিলাদের মাসিক ২৫০০ টাকা করে অনুদান দেবে দিল্লি সরকার৷ আজই রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে৷
দিল্লির মুখ্যমন্ত্রী জানান, ‘আন্তর্জাতিক নারী দিবসের দিন আমরা রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলাম৷ নির্বাচনের আগে আমরা দিল্লির মহিলাদের মাসিক ২৫০০ টাকা করে দেওয়ার কথা বলেছিলাম৷ আজ মন্ত্রিসভা সেই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে৷’
আরও পড়ুন: ভারতে ফিরলেই বিপদ, ভানুয়াতুর নাগরিক হলেন ললিত মোদি! ছোট্ট এই দেশে কী কী সুবিধে, জানলে অবাক হবেন
advertisement
advertisement
‘মহিলা সমৃদ্ধি যোজনা’ নামে এই প্রকল্পের জন্য বাজেটে ৫১০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্তেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ প্রকল্প বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছে৷ খুব শিগগিরই এই প্রকল্পে নাম নথিভুক্তির জন্য একটি পোর্টালও খোলা হবে৷
ঘটনাচক্রে, এ দিন সকালেই মহিলাদের মাসিক অনুদান দেওয়ার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, তা পূরণ না হওয়া নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশি৷ এর কিছুক্ষণের মধ্যেই বড় ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2025 7:11 PM IST