Vanuatu Citizenship: ভারতে ফিরলেই বিপদ, ভানুয়াতুর নাগরিক হলেন ললিত মোদি! ছোট্ট এই দেশে কী কী সুবিধে, জানলে অবাক হবেন

Last Updated:
ভানুতুতুর নাগরিক হলেন ললিত মোদি৷
ভানুতুতুর নাগরিক হলেন ললিত মোদি৷
লন্ডন: ভারতে ফিরলে গ্রেফতার হওয়া নিশ্চিত৷ এই অবস্থায় বিভিন্ন মামলায় পলাতক অনেক ভারতীয়েরই পছন্দের ঠিকানা হয়ে উঠছে ভানুয়াতু৷ এবার এই তালিকায় নতুন সংযোজন আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি৷ ইতিমধ্যেই তিনি ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন বলে খবর৷ ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দেওয়ার জন্য লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসে আবেদনও জমা দিয়েছেন তিনি৷ ২০১০ সাল থেকে লন্ডনেই ছিলেন আইপিএল-এ কোটি কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত ললিত মোদি৷
ভারতীয়দের কাছে এতদিন প্রশান্ত মহাসাগরের বুকে প্রায় ৮০টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা ভানুয়াতুর নাম কার্যত অজানাই ছিল৷ কিন্তু ক্রমেই এই দ্বীপরাষ্ট্রটিকে নিয়ে ভারতীয়দের মধ্যে আগ্রহ বাড়ছে৷ কীভাবে ভানুয়াতুর নাগরিকত্ব নেওয়া যায়, গুগলে সেই খোঁজও করছেন অনেকে৷
advertisement
advertisement
ভানুয়াতুতে মোটা টাকা বিনিয়োগ করে যে কেউ সেদেশের পাসপোর্ট এবং নাগরিকত্ব পেতে পারেন৷ ধনী এবং সম্পদশালীদের দেশের নাগরিক করতে এই উদ্যোগ নিয়েছে ভানুয়াতুর সরকারই৷
ভানুয়াতুর নাগরিকত্ব নিলে কী কী সুবিধে?
ভানুয়াতুর নাগরিকদের কোনও আয়কর জমা দিতে হয় না৷ অর্থাৎ, ভানুয়াতুর ভিতরে অথবা বিদেশ থেকেও কোনও নাগরিক যত টাকা আয় করুন না কেন, ভানুয়াতুতে কোনও আয়কর দিতে হয় না৷
advertisement
ভানুয়াতুতে কোনও কর্পোরেট ট্যাক্সও নেই৷ ফলে কারও ব্যবসা যদি ভানুয়াতুতে নথিভুক্ত করা থাকে তাহলে তিনি দেশে অথবা বিদেশ থেকে সেই ব্যবসার সূত্রে যত টাকাই আয় করুন না কেন, কোনও কর দিতে হয় না৷
এই দ্বীপরাষ্ট্রটিতে কোনও গিফট ট্যাক্স, এস্টেট ট্যাক্স নেওয়া হয় না৷ অদূর ভবিষ্যতে ক্রিপ্টো কারেন্সির লেনদেনের জন্যও আদর্শ ঠিকানা হয়ে উঠতে চলেছে ভানুয়াতু৷ এমনটাই মত বিশেষজ্ঞদের৷
advertisement
ভানুয়াতুর মুদ্রার নাম ভাতু৷ বর্তমান বিনিময় মূল্য অনুযায়ী ভারতের ১ টাকা বিনিময়ে ভানুয়াতু ১.৪০৬৫১ ভাতু পাওয়া যাবে৷
২০২৪ সালের সমীক্ষায় ১৫০টি দেশের মধ্যে সবথেকে সুখী দেশ হিসেবে শীর্ষ স্থান দখল করেছিল ভানুতুতু৷ ২০০৬ সালেও এই শিরোপা জিতেছিল দেশটি৷
কীভাবে ভানুতুতু পৌঁছতে হয়?
বিশ্বের অনেকগুলি জনপ্রিয় এবং পরিচিত শহর থেকেই ভানুয়াতু যাওয়া য়ায়৷ অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিমানে এই দ্বীপ রাষ্ট্রটির দূরত্ব তিন থেকে চার ঘণ্টার৷ ফিজি, নিউজিল্যান্ডের মতো দেশগুলি থেকেও ভানুয়াতু যাওয়ার সরাসরি বিমান রয়েছে৷
advertisement
২০২০ সালের সুমারি অনুযায়ী ভানুয়াতুর জনসংখ্যা তিন লক্ষের সামান্য কিছু বেশি৷ যা নয়ডার জনসংখ্যার প্রায় অর্থেক৷ এই দ্বীপরাষ্ট্রটিতে দীর্ঘ দিন ধরে ফরাসি এবং ব্রিটিশ উপনিবেশ ছিল৷ ১৯৮০ সালে দেশটি স্বাধীন হওয়ার পর নাম হয় ভানুয়াতু৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Vanuatu Citizenship: ভারতে ফিরলেই বিপদ, ভানুয়াতুর নাগরিক হলেন ললিত মোদি! ছোট্ট এই দেশে কী কী সুবিধে, জানলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement