Delhi Election Results 2025 Live: ২৭ বছর পর আসছে বিজেপি সরকার? দিল্লিতে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল গেরুয়া শিবির, লেটেস্ট ট্রেন্ডে AAP পেল কত আসন? জানুন আপডেট

Last Updated:

Delhi Election Results 2025 Live: গত ২৭ বছর ধরে দিল্লিতে বিজেপি ক্ষমতার বাইরে ছিল। ২০২৫-এ আম আদমি পার্টির হ্যাটট্রিক হবে নাকি ২৭ বছর পর দিল্লি দখল করবে বিজেপি? সেদিকেই তাকিয়ে গোটা দেশ। চূড়ান্ত জল্পনার মাঝেই চলছে ভোটগণনা। শেষ পাওয়া পরিসংখ্যান বলছে দিল্লিতে বিজেপির এগিয়ে থাকা আসন সংখ্যা ৪১, অন্যদিকে আপ এগিয়ে ২৯ আসনে।

দিল্লি বিধানসভা ভোট
দিল্লি বিধানসভা ভোট
নয়াদিল্লি: দিল্লির বিধানসভা ভোট গণনা চলছে। ২০২৫ এর নির্বাচনে ভোটাররা কাকে ক্ষমতা দিয়েছেন তা আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। তবে বেলা দশটার মধ্যেই বেশ স্পষ্ট ট্রেন্ড।
এখন পর্যন্ত প্রাপ্ত ট্রেন্ডে, আম আদমি পার্টি (এএপি) ক্ষমতা থেকে সরার ইঙ্গিত কার্যত স্পষ্ট। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অনেক আসনে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। বিজেপি বর্তমানে ৪০টিরও বেশি আসনে এগিয়ে।
advertisement
advertisement
গত ২৭ বছর ধরে দিল্লিতে বিজেপি ক্ষমতার বাইরে ছিল। ২০২৫-এ আম আদমি পার্টির হ্যাটট্রিক হবে নাকি ২৭ বছর পর দিল্লি দখল করবে বিজেপি? সেদিকেই তাকিয়ে গোটা দেশ। চূড়ান্ত জল্পনার মাঝেই চলছে ভোটগণনা। শেষ পাওয়া পরিসংখ্যান বলছে দিল্লিতে বিজেপির এগিয়ে থাকা আসন সংখ্যা ৪১, অন্যদিকে আপ এগিয়ে ২৯ আসনে।
advertisement
এদিকে ফল প্রকাশ্যে আসতে শুরু করতেই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা খোঁচা দিলেন আপ-কংগ্রেসকে। দাবি করলেন, তাদের অন্তর্দ্বন্দ্বই বিজেপিকে সুবিধা করে দিয়েছে দিল্লির নির্বাচনের ফলাফলে। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, ‘আরও ঝগড়া কর নিজেদের মধ্যে।’
বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলেন, “একদিকে মানুষ অন্যান্য বিজেপি রাজ্যের কাজ দেখছিল এবং অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল ছিলেন যিনি ১০ বছর ধরে মিথ্যা বলা ছাড়া আর কিছুই করেননি।’ উভয়ের তুলনা করার পর, জনগণ প্রধানমন্ত্রী মোদিকে তাদের সমর্থন এবং ভোট দিয়েছেন, যার কারণে আজ বিজেপি দিল্লিতে সরকার গঠন করতে চলেছে। আমরা দিল্লিতে উন্নয়নের এক নতুন গল্প লিখব… দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে তাঁর কাজের জন্য বড় শাস্তি দিতে চলেছে।”
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Results 2025 Live: ২৭ বছর পর আসছে বিজেপি সরকার? দিল্লিতে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল গেরুয়া শিবির, লেটেস্ট ট্রেন্ডে AAP পেল কত আসন? জানুন আপডেট
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement