কেজরির কাজেই ‘কেল্লা’ফতে ! দিল্লির দিল জিতল ‘কেজরি মডেল’
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
প্ররোচনা অনেক ছিল। কিন্তু সেদিকে খুব একটা পা বাড়াননি। প্রচারের শুরু থেকেই গত পাঁচ বছরের কাজের খতিয়ান তুলে ধরেছেন অরবিন্দ কেজরিওয়াল।
#নয়াদিল্লি: কেজরির কাজেই কেল্লাফতে। বিজলি-পানি-সড়কেই ফের দিল্লির দিল জিতে নিলেন কেজরিওয়াল। ফ্রি-তে জল-বিদ্যুৎ-মহল্লা ক্লিনিক থেকে সরকারি স্কুল, কেজরি মডেলেই ফের যমুনার বৈতরণী পার করল আম আদমি পার্টি।
প্ররোচনা অনেক ছিল। কিন্তু সেদিকে খুব একটা পা বাড়াননি। প্রচারের শুরু থেকেই গত পাঁচ বছরের কাজের খতিয়ান তুলে ধরেছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সরকারের আমলে দিল্লিবাসী কী কী পেয়েছেন, তা মানুষের মনে গেঁথে দিতে চেয়েছেন। ভোটারদের বোঝাতে চেয়েছেন, হিন্দু-মুসলিম ভেদাভেদে আম আদমির উন্নতি হবে না। দেশের-দশের উন্নতিতে চাই স্কুল-কলেজ-হাসপাতাল।মেরুকরণের বদলে চাই রোটি-কপড়া-মকান। এই কেজরি মডেলেই কেল্লাফতে দিল্লিতে।
advertisement

advertisement
CAA-শাহিনবাগ নয়। ভোটপ্রচারে ফ্রিতে জল-বিদ্যুৎ-মহল্লা ক্লিনিকের মতো ইস্যুগুলিকেই পাখি পড়ার মতো বলে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। স্লোগান তুলেছে ‘মেরা ভোট কাম কো, সিধে কেজরিওয়াল কো’।
প্রচারে আপের অস্ত্র ছিল,
১. ৪৫০’র বেশি মহল্লা ক্লিনিক
২. অগ্নিকাণ্ড বা দুর্ঘটনায় আহত এবং অ্যাসিড আক্রান্তদের বিনা খরচে চিকিৎসা
advertisement
৩. ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি
৪. মাসে ২০ হাজার লিটার পর্যন্ত জল ফ্রি
৫. মহিলাদের বাসে যাতায়াত ফ্রি
৬. দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2020 2:32 PM IST