Delhi Election 2025: 'উন্নয়ন, সুশাসনের জয়!' দিল্লিবাসীকে কী 'গ্যারান্টি' দিলেন মোদি?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
দীর্ঘ ২৭ বছর পর রাজধানীর মসনদে দখল নিতে চলেছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে ধরাশায়ী করে পদ্ম ফুটেছে দিল্লির বিধানসভা নির্বাচনে।
নয়াদিল্লি: দীর্ঘ ২৭ বছর পর রাজধানীর মসনদে দখল নিতে চলেছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে ধরাশায়ী করে পদ্ম ফুটেছে দিল্লির বিধানসভা নির্বাচনে। আর, গেরুয়া শিবিরের জয়ের খবর আসার পরেই সমাজমাধ্যম এক্সে বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনগণের এই রায়কে স্বাগত জানিয়েছেন মোদি।
এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “দিল্লির ভাই-বোনদের এই রায় আমি নত শিরে গ্রহণ করছি। দিল্লির ভোটে ঐতিহাসিক ফলাফলের মাধ্যমে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য ধন্যবাদ। জনগণের এই আশীর্বাদ পেয়ে আমরা অত্যন্ত গর্বিত।”
এরপরেই তিনি লেখেন, “আমাদের এটা গ্যারান্টি দিল্লিকে উন্নত করব। বিকশিত ভারতের উদ্দেশে যা যা করণীয় আমরা তাই করব। দিল্লির জনতাকে এক উন্নত জীবনযাপন প্রদান করাই আমাদের প্রধান লক্ষ্য।”
advertisement
advertisement
Jana Shakti is paramount!
Development wins, good governance triumphs.
I bow to my dear sisters and brothers of Delhi for this resounding and historic mandate to @BJP4India. We are humbled and honoured to receive these blessings.
It is our guarantee that we will leave no…
— Narendra Modi (@narendramodi) February 8, 2025
advertisement
প্রসঙ্গত, শনির সকালে ভোট গণনার মুহূর্ত থেকেই ‘অশনি’ সঙ্কেত দেখছিল আম আদমি পার্টি। বেলা বাড়তেই তা সত্যি হতে শুরু করে। অরবিন্দ কেজরিওয়াল থেকে মণীশ সিসোদিয়া হারের মুখ দেখেন একের পর এক হেভিওয়েট আপ প্রার্থী। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির পরভেশ ভার্মার কাছে পরাজিত হন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
advertisement
২০১৩ সাল থেকে এই নয়াদিল্লি আসনের বিধায়ক ছিলেন কেজরিওয়াল। এ দিন ভোট গণনার শুরু থেকেই চাপে ছিলেন কেজরিওয়াল৷ মাঝে দু-একবার এগিয়ে গেলেও অধিকাংশ সময়ই বিজেপি প্রার্থীর থেকে পিছিয়ে ছিলেন তিনি।
বেলা গড়াতেই ছবিটা পরিষ্কার হতে শুরু করে। ২৭ বছর পর দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। ম্যাজিক ফিগার ছাড়িয়ে একক সংখ্যাগরিষ্ঠতা কার্যত নিশ্চিত করে ফেলে গেরুয়া শিবির। একা কেজরিওয়াল নন, তাঁর মতোই হারের মুখ দেখেছেন আপ-এর আর এক গুরুত্বপূর্ণ নেতা মণীশ সিসৌদিয়া৷ হারের মুখে দাঁড়িয়ে দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশীও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 08, 2025 3:14 PM IST