Delhi Election Results Live: 'আপ-কে জেতানোর দায় আমাদের নয়', গোয়া-উত্তরাখণ্ডে কী হয়েছিল, কেজিরকে মনে করাল কংগ্রেস

Last Updated:

Delhi Assembly Election Result 2025: দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা৷ বিরাট কিছু অদল বদল না হলে ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে গেরুয়া শিবির৷

দিল্লির ভোটের ফলের জন্য আপকেই দায়ী করল কংগ্রেস৷
দিল্লির ভোটের ফলের জন্য আপকেই দায়ী করল কংগ্রেস৷
নয়াদিল্লি: দিল্লির বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের দায় আম আদমি পার্টির উপরেই চাপাল কংগ্রেস৷ কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, আপকে জেতানোর দায় আমাদের নয়৷ যে জায়গায় কংগ্রেস শক্তিশালী, আমরা সেখানে সেখানে জেতার চেষ্টা করব৷ দিল্লিতে অতীতে আমরা ১৫ বছর ক্ষমতাতেও ছিলাম৷
দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা৷ বিরাট কিছু অদল বদল না হলে ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে গেরুয়া শিবির৷ অনেকেই মনে করছেন, আপ এবং কংগ্রেসের জোট না হওয়ার কারণেই দিল্লিতে বিজেপি-র কাজটা সহজ হয়ে গেল৷ আম আদমি পার্টি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ৭০টি আসনের কোনওটিতেই এগিয়ে নেই কংগ্রেস৷
advertisement
advertisement
কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতেও এ দিন এই বিপর্যয়ের জন্য আপ-কেই নিশানা করেছেন৷ কংগ্রেস ভোট কাটার কারণেই দিল্লিতে আপ সরকারের পতন ঘটতে চলেছে, এই যুক্তি উড়িয়ে দিয়ে পাল্টা গোয়া, হরিয়ানা, গুজরাত, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলির উদাহরণ টেনেছেন তিনি৷ কংগ্রেস মুখপাত্র বলেন, অরবিন্দ কেজরিওয়াল তো গোয়া, উত্তরাখণ্ড, গুজরাত, হরিয়ানায় নির্বাচনে লড়তে গিয়েছিলেন৷ গোয়া এবং উত্তরাখণ্ডের ক্ষেত্রে তো বিজেপির সঙ্গে আমাদের ভোট প্রাপ্তির যে ফারাক ছিল, সেই ভোট পেয়েছিল আপ৷ কংগ্রেস মুখপাত্র স্পষ্ট বোঝাতে চেয়েছেন, অতীতে আপ এই রাজ্যগুলিতে কংগ্রেসকে যে যন্ত্রণা দিয়েছিল, এবার সেই অস্ত্রে তারা নিজেরাই দিল্লিতে ঘায়েল হল৷
advertisement
গোয়ার বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৩.৩১ শতাংশ ভোট পেয়েছিল৷ কংগ্রেস পায় ২৩.৪৬ শতাংশ ভোট৷ অন্যদিকে আপ-এর ভোটপ্রাপ্তির হার ছিল ৬.৭৭ শতাংশ৷
উত্তরাখণ্ডে বিজেপির ভোট প্রাপ্তির হার ছিল ৪৪.৩ শতাংশ৷ সেখানে কংগ্রেস পায় ৩৭.৯ শতাংশ ভোট৷ আপ পেয়েছিল ৪.৮২ শতাংশ ভোট৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Results Live: 'আপ-কে জেতানোর দায় আমাদের নয়', গোয়া-উত্তরাখণ্ডে কী হয়েছিল, কেজিরকে মনে করাল কংগ্রেস
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement