Delhi Election Results Live: 'আপ-কে জেতানোর দায় আমাদের নয়', গোয়া-উত্তরাখণ্ডে কী হয়েছিল, কেজিরকে মনে করাল কংগ্রেস

Last Updated:

Delhi Assembly Election Result 2025: দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা৷ বিরাট কিছু অদল বদল না হলে ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে গেরুয়া শিবির৷

দিল্লির ভোটের ফলের জন্য আপকেই দায়ী করল কংগ্রেস৷
দিল্লির ভোটের ফলের জন্য আপকেই দায়ী করল কংগ্রেস৷
নয়াদিল্লি: দিল্লির বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের দায় আম আদমি পার্টির উপরেই চাপাল কংগ্রেস৷ কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, আপকে জেতানোর দায় আমাদের নয়৷ যে জায়গায় কংগ্রেস শক্তিশালী, আমরা সেখানে সেখানে জেতার চেষ্টা করব৷ দিল্লিতে অতীতে আমরা ১৫ বছর ক্ষমতাতেও ছিলাম৷
দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা৷ বিরাট কিছু অদল বদল না হলে ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে গেরুয়া শিবির৷ অনেকেই মনে করছেন, আপ এবং কংগ্রেসের জোট না হওয়ার কারণেই দিল্লিতে বিজেপি-র কাজটা সহজ হয়ে গেল৷ আম আদমি পার্টি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ৭০টি আসনের কোনওটিতেই এগিয়ে নেই কংগ্রেস৷
advertisement
advertisement
কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতেও এ দিন এই বিপর্যয়ের জন্য আপ-কেই নিশানা করেছেন৷ কংগ্রেস ভোট কাটার কারণেই দিল্লিতে আপ সরকারের পতন ঘটতে চলেছে, এই যুক্তি উড়িয়ে দিয়ে পাল্টা গোয়া, হরিয়ানা, গুজরাত, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলির উদাহরণ টেনেছেন তিনি৷ কংগ্রেস মুখপাত্র বলেন, অরবিন্দ কেজরিওয়াল তো গোয়া, উত্তরাখণ্ড, গুজরাত, হরিয়ানায় নির্বাচনে লড়তে গিয়েছিলেন৷ গোয়া এবং উত্তরাখণ্ডের ক্ষেত্রে তো বিজেপির সঙ্গে আমাদের ভোট প্রাপ্তির যে ফারাক ছিল, সেই ভোট পেয়েছিল আপ৷ কংগ্রেস মুখপাত্র স্পষ্ট বোঝাতে চেয়েছেন, অতীতে আপ এই রাজ্যগুলিতে কংগ্রেসকে যে যন্ত্রণা দিয়েছিল, এবার সেই অস্ত্রে তারা নিজেরাই দিল্লিতে ঘায়েল হল৷
advertisement
গোয়ার বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৩.৩১ শতাংশ ভোট পেয়েছিল৷ কংগ্রেস পায় ২৩.৪৬ শতাংশ ভোট৷ অন্যদিকে আপ-এর ভোটপ্রাপ্তির হার ছিল ৬.৭৭ শতাংশ৷
উত্তরাখণ্ডে বিজেপির ভোট প্রাপ্তির হার ছিল ৪৪.৩ শতাংশ৷ সেখানে কংগ্রেস পায় ৩৭.৯ শতাংশ ভোট৷ আপ পেয়েছিল ৪.৮২ শতাংশ ভোট৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Results Live: 'আপ-কে জেতানোর দায় আমাদের নয়', গোয়া-উত্তরাখণ্ডে কী হয়েছিল, কেজিরকে মনে করাল কংগ্রেস
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement