Delhi Double Murder: দীপাবলির উৎসবে জোড়া খুন, বাজি ফাটানোর সময় গুলিবিদ্ধ কাকা-ভাইপো! দেখুন ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Delhi Double Murder: হামলাকারীরা বাড়ির দরজায় এই ঘটনা ঘটায়। পুলিশের মতে, হামলাকারীরা ঘরের ভিতর ঢুকে পর পর গুলি করে। আকাশকে গুলি করার পর একটি গুলি তাঁর ছেলেরও লাগে। কপালজোড়ে বেঁচে গিয়েছে সে৷
advertisement
advertisement
নয়াদিল্লি: দীপাবলির উৎসবে সবাই মগ্ন ছিল। ৩১ অক্টোবর দিল্লি ছিল প্রদীপের আলোয় সজ্জিত। কেউ পুজাে-পাঠে ব্যস্ত, কেউ আতশবাজিতে। কিন্তু দুই ব্যক্তি জানতেন না যে বাড়ির বাইরে আতশবাজি পোড়ানোর সময় তাঁদের মৃত্যু হবে।
advertisement
হ্যাঁ, দিল্লির শাহদারা এলাকায় দীপাবলির রাতে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। আতশবাজির শব্দের মধ্যে দুই হামলাকারী কাকা-ভাইপোকে গুলি করে হত্যা করল দুষ্কৃতিরা। বাড়িতে দীপাবলি উদযাপন করছিলেন আকাশ, তখন অপরাধীরা তার সামনে গুলি চালায়। এরফলে আকাশ এবং তার ভাইপো ঋষভ মারা যায়, আকাশের ছেলে কৃষ আহত হয়েছেন।
advertisement
কী ভাবে হল ঘটনাটি? দিল্লিতে দ্বিগুণ হত্যার রহস্য উন্মোচনের প্রক্রিয়ায় দিল্লি পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ এসেছে। এই ফুটেজ অনুযায়ী, আকাশ তাঁর ছেলে এবং ভাইপোকে নিয়ে বাড়ির বাইরে দীপাবলি উদযাপন করছিলেন। শিশুরা আতশবাজি জ্বালাচ্ছিল। হঠাৎ স্কুটিতে দুই দুষ্কৃতী আসে। একজন স্কুটির থেকে নেমে দাঁড়িয়ে যায়, অপরজন স্কুটিতে বসে থাকে। আকাশ যখন তার সন্তানদের সঙ্গে আতশবাজি পোড়াচ্ছিল, তখন একজন হামলাকারী এসে তার পা ছুঁয়ে বলল, “চাচা, রাম রাম।” এরপর অন্যজন বলে, “এটাই, গুলি করে দাও।” এরপর এক হামলাকারী কোমর থেকে বন্দুক বের করে বাড়ির ভেতরে গিয়ে আকাশকে গুলি করে।
advertisement
হামলাকারীরা কীভাবে এই ঘটনা ঘটায়? এই গুলি চালনায় আকাশ এবং তাঁর ভাইপো ঋষভ মারা যায়। হামলাকারীরা বাড়ির দরজায় এই ঘটনা ঘটায়। পুলিশের মতে, হামলাকারীরা কন্ট্রাক্ট কিলিংয়ের সাহায্য নিয়েছিল। আকাশকে গুলি করার পর এক গুলি তার ছেলে কৃষকেরও লাগে, যে বাড়ির ভেতরে ছিল। পরে যখন হামলাকারী বেরিয়ে আসে, তখন গলির দিকে দৌড়ানোর সময় আকাশের ভাইপো ঋষভ হামলাকারীদের থামানোর চেষ্টা করে৷ তাকে গলিতে গুলি করা হয়। যদি ঋষভ তাদের পিছনে না দৌড়াত, তাহলে সে হয়তো বাঁচতে পারত।
advertisement
Farsh Bazaar double murder cctv
A man and his cousin shot dead while celebrating Diwali. #delhimurder #DelhiPolice #Delhicrime pic.twitter.com/Z8b4iFkS3f— Shehla J (@Shehl) November 1, 2024
দিল্লি পুলিশ বাড়ির চারটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এছাড়াও আশেপাশের সিসিটিভি ফুটেজও নিয়ে গেছে। বাড়ির বাইরের ইতিমধ্যেই বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মৃত আকাশের বয়স ৪০ বছর এবং ভাইপোর ঋষভের বয়স মাত্র ১৬ বছর ছিল।
advertisement
দুই মার্ডারের পিছনে কোন কারণ? দিল্লি পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। দিল্লি পুলিশের ফ্লোর মার্কেট দুই মার্ডার ঘটনায় যাকে আটক করা হয়েছে, তার বয়স ১৭ বছর বলে জানা গিয়েছে। তার বয়স ১৮ বছর নয়, তাই তার পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ বলছে যে মৃতের পরিবার অভিযুক্তদের আগে থেকেই চেনে। তবে এই হত্যার কারণ স্পষ্ট হয়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2024 12:04 PM IST