দোকানি নেই, সুযোগের সদ্ব্যবহার করে ৩০ হাজার টাকার আম লুঠ করল পথচারীরা

Last Updated:

কেউ হেলমেটের মধ্যে, কেউ ব্যাগে, কেউ বা দু’হাত ভরে, কেউ বা পকেটে ভরে আম নিয়ে পালাল মানুষ....

#নয়াদিল্লি: ওই যে কথায় বলে না, দুঃসময় মানুষের মধ্যেকার ভাল আর খারাপ দিকটাকে টেনে বের করে আনে । এও যেন তেমনই । গত দু’মাসে আমূল বদলে গিয়েছে দেশটা । করোনার থাবায় একদিকে নাজেহাল দেশবাসী, তার উপর চলছে লকডাউন, সেই সঙ্গে আবার আমফুনের তাণ্ডব । আর এই সবকিছুর দোসর হয়ে এসেছে দারিদ্র, অনাহার, বেকারত্ব । কখনও দেখা যাচ্ছে, খিদের জ্বালায় রাস্তায় মরে পড়ে থাকা কুকুর মাংস খুবলে খাচ্ছে মানুষ, কখনও আবার খোদ দেশের রাজধানীতে চলছে দেদার আম লুঠ ।
ঘটনাটি দিল্লির জগতপুরি বাজার এলাকার । বাজারে আমের দোকানে কয়েক হাজার টাকার আম রেখে দোকানি গিয়েছিলেন একটু দূরে । ব্যাস, সেই সুযোগের সদ্ব্যবহার করল মানুষ। নিমেষের মধ্যে১৫ টি ক্রেটের প্রায় ৩০ হাজার টাকার আম লুঠ করে নিয়ে পালাল তারা । কেউ হেলমেটের মধ্যে, কেউ ব্যাগে, কেউ বা দু’হাত ভরে, কেউ বা পকেটে ভরে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা যায় । সেখানে দেখা যায়, কীভাবে আম নেওয়ার জন্য হুড়োহুড়ি করছে সকলে । তবে পুলিশে এই লুঠের কোনও অভিযোগ দায়ের হয়নি ।
বাংলা খবর/ খবর/দেশ/
দোকানি নেই, সুযোগের সদ্ব্যবহার করে ৩০ হাজার টাকার আম লুঠ করল পথচারীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement