দোকানি নেই, সুযোগের সদ্ব্যবহার করে ৩০ হাজার টাকার আম লুঠ করল পথচারীরা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
কেউ হেলমেটের মধ্যে, কেউ ব্যাগে, কেউ বা দু’হাত ভরে, কেউ বা পকেটে ভরে আম নিয়ে পালাল মানুষ....
#নয়াদিল্লি: ওই যে কথায় বলে না, দুঃসময় মানুষের মধ্যেকার ভাল আর খারাপ দিকটাকে টেনে বের করে আনে । এও যেন তেমনই । গত দু’মাসে আমূল বদলে গিয়েছে দেশটা । করোনার থাবায় একদিকে নাজেহাল দেশবাসী, তার উপর চলছে লকডাউন, সেই সঙ্গে আবার আমফুনের তাণ্ডব । আর এই সবকিছুর দোসর হয়ে এসেছে দারিদ্র, অনাহার, বেকারত্ব । কখনও দেখা যাচ্ছে, খিদের জ্বালায় রাস্তায় মরে পড়ে থাকা কুকুর মাংস খুবলে খাচ্ছে মানুষ, কখনও আবার খোদ দেশের রাজধানীতে চলছে দেদার আম লুঠ ।
ঘটনাটি দিল্লির জগতপুরি বাজার এলাকার । বাজারে আমের দোকানে কয়েক হাজার টাকার আম রেখে দোকানি গিয়েছিলেন একটু দূরে । ব্যাস, সেই সুযোগের সদ্ব্যবহার করল মানুষ। নিমেষের মধ্যে১৫ টি ক্রেটের প্রায় ৩০ হাজার টাকার আম লুঠ করে নিয়ে পালাল তারা । কেউ হেলমেটের মধ্যে, কেউ ব্যাগে, কেউ বা দু’হাত ভরে, কেউ বা পকেটে ভরে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা যায় । সেখানে দেখা যায়, কীভাবে আম নেওয়ার জন্য হুড়োহুড়ি করছে সকলে । তবে পুলিশে এই লুঠের কোনও অভিযোগ দায়ের হয়নি ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2020 9:17 AM IST