Delhi Crime: বক্স খাটের ভিতর থেকে উদ্ধার তরুণী স্পা-কর্মীর ফিতে জড়ানো দেহ! সন্দেহ পরকীয়ার! গ্রেফতার স্বামী

Last Updated:

Delhi Crime: দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত চৌহান জানিয়েছেন দক্ষিণপশ্চিম দিল্লির জনকপুরীতে একটি বাড়িতে বক্স খাটের ভিতর থেকে ২৬ বছর বয়সি দীপিকা চৌহানের নিথর দেহ উদ্ধার করা হয়৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
দিল্লি: ফের নারকীয় হত্যাকাণ্ড দিল্লিতে৷ এ বার স্ত্রীকে খুন করে খাটের বক্সের ভিতরে লুকিয়ে রাখল এক ব্যক্তি৷ অভিযোগ, তার লক্ষ্য ছিল পরে স্ত্রীর নিথর দেহ বার করে টুকরো টুকরো করা৷ এখানেই থামেনি জিঘাংসা৷ অমৃতসরে পালিয়ে যাওয়ার পর ফের ফিরে আসে দিল্লিতে৷ নিহত স্ত্রীর পুরুষবন্ধুকে হত্যা করার পরিকল্পনা নিয়ে৷ অভিযুক্তর সন্দেহ ছিল, ওই বন্ধুর সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক চলছে৷
দিল্লি থেকে অমৃতসর ফেরার পথে গ্রেফতার করা হয় অভিযুক্তকে৷ তাকে রাখা হয়েছে পুলিশ হেফাজতে৷ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত চৌহান জানিয়েছেন দক্ষিণপশ্চিম দিল্লির জনকপুরীতে একটি বাড়িতে বক্স খাটের ভিতর থেকে ২৬ বছর বয়সি দীপিকা চৌহানের নিথর দেহ উদ্ধার করা হয়৷ পচন রোধ করার জন্য তাঁর দেহ সাদা ফিতে বা টেপ দিয়ে জড়ানো ছিল৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দীপিকা ছিলেন স্পা-কর্মী৷ তাঁর স্বামী অভিযুক্ত ধনরাজ পেশায় অ্যাপ অন্তর্ভুক্ত বাইকচালক৷ অভিযোগ, উপার্জনের টাকা সবই মদের পিছনে ব্যয় করত ধনরাজ৷ সংসার চলত দীপিকার বেতনে৷
advertisement
পুলিশি তদন্তে জানা গিয়েছে, গত ২৯ ডিসেম্বর স্ত্রীকে খুন করে পালিয়ে যায় ধনরাজ৷ সন্ধান করে তার লোকেশন চিহ্নিত হয় অমৃতসরে৷ সেখান থেকে দিল্লি ফেরার পথে পুলিশের জালে ধরা পড়ে সে৷ পুলিশের দাবি, জেরায় ধনরাজ জানিয়েছে তার পরিকল্পনা ছিল কিছু দিন পর বক্সখাট থেকে দীপিকার দেহ বার করে কয়েক টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার৷ সে ভেবেছিল এতে তার উপর কোনও সন্দেহ পড়বে না৷ ইউটিউবে সার্চও করেছিল মানুষের শরীর কী করে কয়েক টুকরো করে কাটা যায়, তার ভিডিয়ো দেখতে৷ স্ত্রীর পুরুষবন্ধুকে খুন করার ইচ্ছের কথাও সে স্বীকার করেছে বলে দাবি পুলিশের৷
advertisement
advertisement
আরও পড়ুন : সহধর্মিণীদের কাছে সহযোগিতার আর্জি থেকে মেডিটেশনের পরামর্শ, মেট্রোরেলের চালকদের মনঃসংযোগ বাড়াতে উদ্যোগী কর্তৃপক্ষ
ধনরাজের মোবাইল ফোন সুইচড অফ থাকলেও তার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই মাধ্যমে টাকা দেওয়া হয়৷ সেই সূত্র ধরেই তার অবস্থান চিহ্নিত করা যায়৷ এর আগে আর কোনও অপরাধমূলক কাজে সে জড়ায়নি বলে দাবি পুলিশের৷ তার কাছ থেকে স্ত্রী দীপিকার-সহ মোট ৩টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Crime: বক্স খাটের ভিতর থেকে উদ্ধার তরুণী স্পা-কর্মীর ফিতে জড়ানো দেহ! সন্দেহ পরকীয়ার! গ্রেফতার স্বামী
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement