Delhi Crime: বক্স খাটের ভিতর থেকে উদ্ধার তরুণী স্পা-কর্মীর ফিতে জড়ানো দেহ! সন্দেহ পরকীয়ার! গ্রেফতার স্বামী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Delhi Crime: দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত চৌহান জানিয়েছেন দক্ষিণপশ্চিম দিল্লির জনকপুরীতে একটি বাড়িতে বক্স খাটের ভিতর থেকে ২৬ বছর বয়সি দীপিকা চৌহানের নিথর দেহ উদ্ধার করা হয়৷
দিল্লি: ফের নারকীয় হত্যাকাণ্ড দিল্লিতে৷ এ বার স্ত্রীকে খুন করে খাটের বক্সের ভিতরে লুকিয়ে রাখল এক ব্যক্তি৷ অভিযোগ, তার লক্ষ্য ছিল পরে স্ত্রীর নিথর দেহ বার করে টুকরো টুকরো করা৷ এখানেই থামেনি জিঘাংসা৷ অমৃতসরে পালিয়ে যাওয়ার পর ফের ফিরে আসে দিল্লিতে৷ নিহত স্ত্রীর পুরুষবন্ধুকে হত্যা করার পরিকল্পনা নিয়ে৷ অভিযুক্তর সন্দেহ ছিল, ওই বন্ধুর সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক চলছে৷
দিল্লি থেকে অমৃতসর ফেরার পথে গ্রেফতার করা হয় অভিযুক্তকে৷ তাকে রাখা হয়েছে পুলিশ হেফাজতে৷ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত চৌহান জানিয়েছেন দক্ষিণপশ্চিম দিল্লির জনকপুরীতে একটি বাড়িতে বক্স খাটের ভিতর থেকে ২৬ বছর বয়সি দীপিকা চৌহানের নিথর দেহ উদ্ধার করা হয়৷ পচন রোধ করার জন্য তাঁর দেহ সাদা ফিতে বা টেপ দিয়ে জড়ানো ছিল৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দীপিকা ছিলেন স্পা-কর্মী৷ তাঁর স্বামী অভিযুক্ত ধনরাজ পেশায় অ্যাপ অন্তর্ভুক্ত বাইকচালক৷ অভিযোগ, উপার্জনের টাকা সবই মদের পিছনে ব্যয় করত ধনরাজ৷ সংসার চলত দীপিকার বেতনে৷
advertisement
পুলিশি তদন্তে জানা গিয়েছে, গত ২৯ ডিসেম্বর স্ত্রীকে খুন করে পালিয়ে যায় ধনরাজ৷ সন্ধান করে তার লোকেশন চিহ্নিত হয় অমৃতসরে৷ সেখান থেকে দিল্লি ফেরার পথে পুলিশের জালে ধরা পড়ে সে৷ পুলিশের দাবি, জেরায় ধনরাজ জানিয়েছে তার পরিকল্পনা ছিল কিছু দিন পর বক্সখাট থেকে দীপিকার দেহ বার করে কয়েক টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার৷ সে ভেবেছিল এতে তার উপর কোনও সন্দেহ পড়বে না৷ ইউটিউবে সার্চও করেছিল মানুষের শরীর কী করে কয়েক টুকরো করে কাটা যায়, তার ভিডিয়ো দেখতে৷ স্ত্রীর পুরুষবন্ধুকে খুন করার ইচ্ছের কথাও সে স্বীকার করেছে বলে দাবি পুলিশের৷
advertisement
advertisement
আরও পড়ুন : সহধর্মিণীদের কাছে সহযোগিতার আর্জি থেকে মেডিটেশনের পরামর্শ, মেট্রোরেলের চালকদের মনঃসংযোগ বাড়াতে উদ্যোগী কর্তৃপক্ষ
ধনরাজের মোবাইল ফোন সুইচড অফ থাকলেও তার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই মাধ্যমে টাকা দেওয়া হয়৷ সেই সূত্র ধরেই তার অবস্থান চিহ্নিত করা যায়৷ এর আগে আর কোনও অপরাধমূলক কাজে সে জড়ায়নি বলে দাবি পুলিশের৷ তার কাছ থেকে স্ত্রী দীপিকার-সহ মোট ৩টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 10:09 AM IST