Delhi Weather: দিল্লিতে পারদ নামল ১.৪ ডিগ্রিতে, আরও ঠান্ডা পড়বে আগামী দু'দিন, শৈত্যপ্রবাহের পূর্বাভাস

Last Updated:

Delhi Weather: হরিয়ানার হিসারে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৮ ডিগ্রি সেলসিয়োসে। পঞ্জাবের অমৃতসরে তাপমাত্রা নেমেছিল ১.৫ ডিগ্রি সেলসিয়াস।

দিল্লিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা
দিল্লিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা
নয়াদিল্লি: জমজমাট শীত নিয়েই সপ্তাহটা শুরু করল দিল্লিবাসী। আবহাওয়া দফতরের হিসাব বলছে, সোমের সকালে ১.৪ ডিগ্রিতে নেমে গিয়েছিল রাজধানীর পারদ। উত্তর-পশ্চিম ভারতে আগামী তিন দিন ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস।
গত দুদিনের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল রাজধানীতে। গত রবিবার সর্বনিম্ন ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গত শনিবার তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। তারপর হঠাৎই এক ধাক্কায় তাপমাত্রার পারদে ৯ ডিগ্রির পতন।
advertisement
২০২১ সালের পরে এই প্রথম তাপমাত্রা এতটা নীচে নামল দিল্লিতে। ২০২১ সালের ১ জানুয়ারি সফদরজঙে তাপমাত্রা ছুঁয়েছিল ১.১ ডিগ্রি সেলসিয়াসে। সেটাই ছিল সাম্প্রতিক কালে শীতের জমজমাট রেকর্ড। তারপরে, তেইশের ১৬ জানুয়ারি ফের তাপমাত্রা ১.৪ ডিগ্রিতে নামল। রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাসও।
advertisement
দিল্লির পাশাপাশি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ ও রাজস্থানের কিছু অংশেও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
হরিয়ানার হিসারে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৮ ডিগ্রি সেলসিয়োসে। পঞ্জাবের অমৃতসরে তাপমাত্রা নেমেছিল ১.৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
আগামী ২ দিন সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মধ্য ভারতে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রিতে। প্রবল শীতের সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে থাকবে পথঘাটও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Weather: দিল্লিতে পারদ নামল ১.৪ ডিগ্রিতে, আরও ঠান্ডা পড়বে আগামী দু'দিন, শৈত্যপ্রবাহের পূর্বাভাস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement