Delhi Building Collapsed : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি! দিল্লির ব্যস্ত বাজারে বহু মানুষ আটকে পড়ার আশঙ্কা...

Last Updated:

Delhi Building Collapsed : আচমকাই কান ফাটানো একটা শব্দ। দেখা গেল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে আস্ত একটা বাড়ি।

#নয়াদিল্লি: প্রতিদিনেই মতোই সোমবারও ভিড় ছিল ব্যস্ত সবজি বাজার এলাকায়। আচমকাই কান ফাটানো একটা শব্দ। দেখা গেল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে আস্ত একটা বাড়ি (Building Collapsed)। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লি(Delhi)-র বুকে সবজি মণ্ডি এলাকায়। ইতিমধ্য়েই উদ্ধারকার্য শুরু করেছে দমকল বাহিনী (Fire Brigade)। এখনও পর্যন্ত মোট তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে একটি সূত্রের খবর। এদের মধ্যে দুইজনই শিশু। আরও বাসিন্দার আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
দমকল বাহিনী সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায় (Sabzi Mandi Area) সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ ওই বাড়িটি ভেঙে পড়ে। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছেছে। এখনও অবধি তিনজনকে উদ্ধার করা হয়েছে, তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছু শিশু সহ অনেকজনই ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। উদ্ধার কাজ শুরু করেছে দমকল বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের একটি দলও। তারাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। হতাহতের সংখ্য়া বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে বর্তমানে দমকলের সাতটি ইঞ্জিন, ৪টি অ্যাম্বুলেন্স রয়েছে। এনডিআরএফ ধ্বংসস্তুূপ থেকে দুটি শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে।
advertisement
এ দিকে, বাড়ি ভেঙে পড়ার ঘটনা জানতে পেরেই উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি জানিয়েছেন, সবজি মান্ডি এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। গোটা ঘটনার উপরই তিনি নিজেই কড়া নজর রাখছেন। এখনও ক্ষয়ক্ষতির আন্দাজ করা না গেলেও সরকারের পক্ষ থেকে সবরকমের সাহায্য় করা হবে আশ্বাস দেন মুখ্য়মন্ত্রী।
advertisement
জানা গিয়েছে, উত্তর দিল্লির মালকাগঞ্জে অবস্থিত রবিন সিনেমা হলের ঠিক বিপরীতেই এই বাড়িটি ছিল। যে সময়ে বাড়িটি ভেঙে পড়ে, তখন বাজার বসেছিল ওই এলাকায়। তবে বাইরের কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। বাড়ির ভিতরে কতজন আটকে রয়েছে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি চলছে দিল্লিতে। তার জেরেই মাটি আলগা হয়ে যাওয়ার ফলেই ওই বাড়িটি ভেঙে পড়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Building Collapsed : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি! দিল্লির ব্যস্ত বাজারে বহু মানুষ আটকে পড়ার আশঙ্কা...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement