পুণে: মহারাষ্ট্রের পুণে জেলায় (Pune district) সম্প্রতি দু’জন ব্যক্তির উপর হায়নার (Hyena) হামলার ঘটনা ঘটে ৷ ৭০ বছরের পান্ডুরাং সাহাদু যাদব (Pandurang Sahadu Jadhav) এবং ২৫ বছরের রাহুল মধুকর গাদের (Rahul Madhukar Gade) উপর আচমকাই একটি হায়না ঝাঁপিয়ে পড়ে ৷ যে ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল ৷
খেদতালুকার খারপুড়ি গ্রামের (Kharpudi village in Khed taluka) ঘটনা ৷ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধের গায়ে আচমকাই পাশের জঙ্গল থেকে এসে ঝাঁপিয়ে পড়ে একটি হায়না ৷ ঘটনায় আহত হন বৃদ্ধ ৷ পরে অবশ্য ওই হায়নাটিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ জানা যায়, একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে সেটির ৷ তবে এই ঘটনার পর বনদফতর এখন আরও বেশি সতর্ক ৷ লোকালয়ে হায়নার হামলা বা তারপর হায়নাটির মৃ্ত্যু কোনওটাই হালকাভাবে নেওয়ার মতো ঘটনা নয় বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিকরা ৷
The Indian Express-এর খবর অনুযায়ী জঙ্গলের জুনার বিভাগের ডেপুটি কনসারভেটর (Deputy Conservator of Forest (Junnar division)) জয়রামগৌড়া আর (Jayaramegowda R) জানান, যে ব্যক্তি ওই ভিডিওটি শ্যুট করেছিলেন, তাকে খুঁজে বের করা হয়েছে ৷ একদল পর্যটক ওই অঞ্চলে ঘুরতে এসেছিলেন ৷ তাদের মধ্যেই তিনি একজন ৷ ওই অঞ্চলের একটি মন্দির দেখতে এসেছিলেন তিনি ৷ একটি হায়নাকে ঘটনার কিছুক্ষণ আগেই দেখতে পেরেছিলেন বলে বৃদ্ধকে ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে তারা বারণও করেছিলেন ৷ কারণ হায়নাটি স্বাভাবিক অবস্থায় ছিল না বলেই জানা গিয়েছে ৷ কিন্তু ৭০ বছরের পান্ডুরাং যাদব তা শোনেননি ৷ তিনি জানান, হায়না ওই অঞ্চলে প্রায়শই দেখা যায় ৷ তাই সেটা কোনও নতুন ঘটনা নয় ৷ একটু পরেই হায়নার হামলার ঘটনা ঘটে ৷ মোবাইলে সেই ভিডিও শ্যুটও করে রাখেন ওই ব্যক্তি ৷
বনদফতরের ওই অফিসার আরও জানান, হায়নার হামলার ঘটনা সচরাচর খুব একটা শোনা যায় না ৷ ওই হায়নাটি অসুস্থ ছিল ৷ বনদফতরের পক্ষ থেকে এখন ওই অঞ্চলে নজরদারিও বাড়ানো হচ্ছে ৷ স্থানীয় মানুষজন থেকে শুরু করে পর্যটক, প্রত্যেককেই সতর্ক করা হচ্ছে ৷ হায়নার পাশাপাশি ওই অঞ্চলে চিতাবাঘও রয়েছে ৷ তাই সতর্ক হওয়ারই প্রয়োজন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video