Delhi AIIMS Fire Accident: দিল্লির AIIMS ট্রমা সেন্টারে ভয়ঙ্কর আগুন! একটুর জন্যে রক্ষা বড় বিপদ থেকে, দেখুন ভিডিও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Delhi AIIMS Fire Accident: দিল্লির AIIMS ট্রমা সেন্টারে ট্রান্সফর্মার বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে ৮টি দমকল ইঞ্জিন পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা হয়...
নয়াদিল্লি: দিল্লির AIIMS ট্রমা সেন্টারে বৃহস্পতিবার দুপুর ৩টা নাগাদ হঠাৎ আগুন লাগে একটি ৩৩,০০০ ভোল্টের বৈদ্যুতিক ট্রান্সফর্মারে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দ্রুত ৮টি দমকল ইঞ্জিন পৌঁছায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঘন ধোঁয়ার চাদরে ঢেকে যায়।
তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন ৩০-৩৫ মিনিটের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনও বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়।
ঘটনার সময় ট্রমা সেন্টারে শত শত রোগী চিকিৎসাধীন ছিলেন। কিন্তু আগুন হাসপাতালের মূল ভবনে ছড়িয়ে না পড়ায় এবং AIIMS কর্তৃপক্ষ ও দমকল বিভাগের সমন্বয়ে পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া সম্ভব হয়। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
advertisement
advertisement
দিল্লি ফায়ার সার্ভিস অফিসার মনোজ আহলাওয়াত জানান, “পরিস্থিতি খুব বিপজ্জনক ছিল, কারণ আগুন লাগা ট্রান্সফর্মারটির পাশে আরও দুটি ৩৩,০০০ ভোল্টের ট্রান্সফর্মার ছিল এবং মাত্র ৫ মিটার দূরেই ছিল চিকিৎসকদের হোস্টেল। কিন্তু সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।”
advertisement
#WATCH | An electric transformer caught fire at AIIMS Trauma Centre in New Delhi. A total of 8 fire engines reached the spot, and the fire was extinguished. No injury reported.
(Source: Delhi Fire Service) pic.twitter.com/Olkdxb3fNr
— ANI (@ANI) July 3, 2025
advertisement
এই ঘটনার ঠিক তিনদিন আগেই জাফরাবাদের চৌহান বাঙ্গরের নূরানি মার্কেটের এক কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুন দ্রুত চার তলায় ছড়িয়ে পড়ে এবং দোকানের সামনে অবস্থিত দু’টি বাড়িতেও আগুন ধরে যায়। সময়মতো সজাগ থাকায় প্রায় ৩০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
advertisement
জাফরাবাদের সেই ঘটনায় দমকল বাহিনীকে বিশেষ সমস্যার মুখে পড়তে হয়। ঘনবসতিপূর্ণ এলাকা এবং তারের জটের কারণে ফায়ার ইঞ্জিন ভিতরে ঢুকতে পারেনি। ফলে ব্রহ্মপুরী রোডে গাড়ি দাঁড় করিয়ে সেখান থেকে ১০০ মিটার পাইপ দিয়ে জল সরবরাহ করে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
Delhi: A fire broke out in a transformer at AIIMS Trauma Centre. Several fire brigade vehicles are at the spot to bring the situation under control pic.twitter.com/dLDQWNhQ1t
— IANS (@ians_india) July 3, 2025
advertisement
উভয় ঘটনার পরে ফের প্রশ্ন উঠছে রাজধানী দিল্লির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং অগ্নি নিরাপত্তা নিয়ে। বিশেষজ্ঞদের মতে, জনবহুল এলাকা, হাসপাতাল ও বাজার অঞ্চলে ট্রান্সফর্মার ও বৈদ্যুতিক সরঞ্জামের সঠিক রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত বৈদ্যুতিন পরিদর্শন অত্যন্ত জরুরি। সামান্য অবহেলাতেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, আর তাই সরকারের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও অবকাঠামো উন্নয়নের দাবি জোরাল হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 6:09 PM IST