Vaishno Devi Landslide: বৈষ্ণো দেবীতে ভয়াবহ ভূমিধস, পাথরে ঢেকে গেল রাস্তা! বন্ধ গাড়ি, হেলিকপ্টার পরিষেবা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Vaishno Devi Landslide: বৈষ্ণো দেবীর পথে হিমকোটির কাছে ভূমিধসের কারণে বন্ধ হয়েছে ব্যাটারি কার, কেবল কার ও হেলিকপ্টার পরিষেবা। দুর্যোগের মধ্যেও ভক্তরা পায়ে হেঁটে মাতার দর্শনে যাচ্ছেন। প্রশাসন সব রুটে সতর্কতা জারি করেছে ও পরিষেবা দ্রুত ঠিক করার চেষ্টা চলছে...
advertisement
advertisement
advertisement
advertisement
ভক্তরা এই অবস্থাতেও পদযাত্রা, ঘোড়া, পিঠে বহন বা পালকি ব্যবহার করে মাতার দর্শনে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শ্রীনাথ শ্রাইন বোর্ড জানিয়েছে, ব্যাটারি কার রুট পরিষ্কার করার কাজ দ্রুত গতিতে চলছে এবং খুব শীঘ্রই তা আবার সচল করা হবে। বর্তমানে সমস্ত পথেই পুলিশ, সিআরপিএফ, এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে যাতে যাত্রা নির্বিঘ্ন হয়।
advertisement
advertisement