Woman given Electric Shock by Police: পুলিশি বর্বরতা! থানায় জিজ্ঞাসাবাদে ডেকে মহিলাকে বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Dehradun: অভিযোগ, স্টেশনে থাকা পুলিশ কর্মীরা তাঁকে জুতো ও বেল্ট দিয়ে মারধর করে। মঞ্জুকে বৈদ্যুতিক শক দেয় এবং জিজ্ঞাসাবাদের সময় তাঁকে অশ্রাব্য গালিগালাজও করে।
#দেরাদুন: চুরির সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এক মহিলাকে ডেকে এনে নির্মমভাবে মারধর এবং বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ওই মহিলার শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে তাঁকে স্থানীয় হাসপাতালেও ভর্তি করা হয়েছে, জানিয়েছে ওই মহিলার পরিবারের সদস্যরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জোগিওয়ালা থানায়। পুলিশ থানার ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
সূত্রের খবর, মঞ্জু নামের ওই মহিলা মহকামপুর এলাকায় অবসরপ্রাপ্ত বিজ্ঞানী দেবেন্দ্র ধ্যানীর বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন। গত ১৪ মে, দেবেন্দ্র ধ্যানী এবং তাঁর পরিবার একটি বিয়েতে যোগ দিতে দিল্লি যান। সেই সময় বাড়িতে একটি চুরির ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই মঙ্গলবার মঞ্জুকে জোগিওয়ালা থানায় নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
মঞ্জুর স্বামীও তাঁর সঙ্গেই থানায় গিয়েছিলেন। তাঁর অভিযোগ, স্টেশনে থাকা পুলিশ কর্মীরা তাঁর স্ত্রীকে জুতো ও বেল্ট দিয়ে মারধর করে। মঞ্জুকে বৈদ্যুতিক শক দেয় এবং জিজ্ঞাসাবাদের সময় তাঁকে অশ্রাব্য গালিগালাজও করে। পরে পুলিশ কর্মীরাই মঞ্জুকে বাড়িতে নামিয়ে দেন। মঞ্জুর পরিবারই এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যায়। করোনেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মঞ্জু। চিকিৎসকরা জানিয়েছেন, মঞ্জুর শারীরিক অবস্থা গুরুতর।
advertisement
ঊর্ধ্বতন পুলিশ সুপার জন্মেজয় খান্দুরি জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত জোগিওয়ালা থানার ইনচার্জ দীপক গাইরোলাকে বরখাস্ত করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2022 11:36 PM IST