বার্গার শুনলেই জিভে জল! খাওয়ার আগে সাবধান, মুম্বইতে যা ঘটল কল্পনার বাইরে

Last Updated:

ন্সটাগ্রামে তিনি পোস্টে লেখেন, "মুম্বইতে এই দোকানটি অবস্থিত। একটি বার্গার অর্ডার দিয়েছিলাম। এই ডাবল প্যাটি ভেজি বার্গারের ভিতর আমি মরা পোকা পেয়েছি।" তিনি আরও লেখেন, "এইসব নামী দামী ব্র্যান্ডগুলো জনগণের স্বাস্থ্য নিয়ে রীতিমতো খেলা করছে। আমি অর্ধেক বার্গার খেয়ে নিয়েছি তাই আমি এই সংস্থার কাছ থেকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা আশা করছি।

মুম্বই: ফাস্টফুড খেতে গিয়ে যে এমন বিড়ম্বনায় পড়তে হবে তা কোনদিনও ভাবেননি মুম্বই নিবাসী এক মহিলা। বহুজাতিক এক ফাস্টফুডের দোকান থেকে বার্গার কিনে এনে ভিতর থেকে মরা পোকা পেয়ে রীতিমত হকচকিয়ে যান এই তরুণী।
এরপরেই তাঁর পোস্ট করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। তাঁকে কার্যত উপদেশের সুরে বলতে শোনা যায় “বাইরের খাবার কী হতে পারে কেউ জানে না। তাই ফাস্ট ফুড খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই নেওয়া উচিত।”
advertisement
advertisement
ইন্সটাগ্রামে তিনি পোস্টে লেখেন, “মুম্বইতে এই দোকানটি অবস্থিত। একটি বার্গার অর্ডার দিয়েছিলাম। এই ডাবল প্যাটি ভেজি বার্গারের ভিতর আমি মরা পোকা পেয়েছি।”
তিনি আরও লেখেন, “এইসব নামী দামী ব্র্যান্ডগুলো জনগণের স্বাস্থ্য নিয়ে রীতিমতো খেলা করছে। আমি অর্ধেক বার্গার খেয়ে নিয়েছি তাই আমি এই সংস্থার কাছ থেকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা আশা করছি।
advertisement
ফাস্ট ফুডে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। ২০১৪ সালের জুলাইতে এমনই আরও এক বহুজাতিক ফাস্ট ফুড সংস্থার খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন নয়ডার বাসিন্দা সন্দীপ সাক্সেনা। তিনিও বার্গারের মধ্যে থেকে মরা পোকা পান।
পরবর্তীতে তিনি আইনেরও শরণাপন্ন হন এবং ওই বহুজাতিক সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়।
তবু, ক্রেতাদের প্রতি অবহেলার এই চিত্র কিছুতেই যেন বদলাচ্ছে না।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বার্গার শুনলেই জিভে জল! খাওয়ার আগে সাবধান, মুম্বইতে যা ঘটল কল্পনার বাইরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement