Prem Kumar : বাবা দিনমজুর, ২.৫ কোটির বৃত্তি নিয়ে দলিত পরিবারের কিশোরের গন্তব্য আমেরিকার নামী ইঞ্জিনিয়ারিং কলেজ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Prem Kumar : সারা বিশ্বে মাত্র ৬ জনকে এই ‘ডায়ার ফেলোশিপ’-এর জন্য বেছে নেওয়া হয়েছে লাফায়েত কলেজের তরফে
পটনা : কলেজ তো দূর অস্ত্! তাঁর আগে পরিবারের প্রায় কেউই স্কুলের চৌকাঠও পার হননি ৷ সেই পরিবারের ছেলে প্রেম কুমার পাড়ি দিচ্ছেন আমেরিকায় ৷ বিহারের পটনার ফুলওয়াড়িশরিফের গোনপুরা গ্রামের এই কিশোর এখন দ্বাদশ শ্রেণীর ছাত্র ৷ এই বছরের পরবর্তী অংশে ১৭ বছর বয়সি প্রেমের গন্তব্য হবে পেলনিসভানিয়ার লাফায়েত কলেজ ৷ সেখানে মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক স্তরে পড়বেন তিনি ৷ ১৮২৬ সালে স্থাপিত, ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দিক থেকে অগ্রগণ্য লাফায়েত কলেজ তাঁকে ‘ডায়ার ফেলোশিপ’-এর জন্য মনোনীত করেছে ৷ মহার্ঘ্য এই বৃত্তির অঙ্ক আড়াই কোটি টাকা ৷ (Dalit boy from Bihar receives Dyer Fellowship for higher studies in Lafayette College in USA )
প্রেম বলেছেন, ‘‘আমার বাবা মা স্কুলে যেতে পারেননি ৷ এই বৃত্তি লাভ করে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ৷’’ তাঁর বক্তব্যে প্রেম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘দ্য ডেক্সটারিটি গ্লোবাল’ সংস্থার প্রতিও ৷ বিহারের মহাদলিত সম্প্রদায়ের শিশু ও কিশোরদের জন্য সংস্থার কাজ প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন তিনি ৷ সংস্থার জন্যই তিনি এই জায়গায় পৌঁছতে পেরেছেন বলে মনে করেন প্রেম ৷
advertisement
আরও পড়ুন : সেলসম্যান থেকে কোটিপতি! অরুণ স্যামুয়েলের গল্প হার মানাবে সিনেমাকেও
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই আড়াই কোটি অঙ্কের বৃত্তির মধ্যে আছে প্রেমের থাকার খরচ, পড়ার খরচ, স্বাস্থ্যবিমা, বইপত্র এবং বেড়ানোর খরচ ৷ প্রেমের কৃতিত্ব অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে কারণ সারা বিশ্বে মাত্র ৬ জনকে এই ‘ডায়ার ফেলোশিপ’-এর জন্য বেছে নেওয়া হয়েছে লাফায়েত কলেজের তরফে ৷ অধীত বিষয়ের উপর প্রগাঢ় দখল এবং পৃথিবীর কঠিনতম সমস্যা সামাধানে পড়ুয়াদের পারদর্শিতাই এই বৃত্তি লাভের অন্যতম যোগ্যতা ৷
advertisement
advertisement
Prem is a #DexterityToCollege fellow from Gonpura village in Bihar. His father is a daily wage earner. Prem has been selected to study at the prestigious Lafayette College in US on a ₹2.5 crore scholarship. He is likely the first Mahadalit student in India to achieve this feat. pic.twitter.com/q5XZAgnvQZ
— Sharad Vivek Sagar (@SharadTalks) July 7, 2022
advertisement
আরও পড়ুন : নিহতের সংখ্যা বেড়ে ১৬, মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত অমরনাথে জারি উদ্ধারপর্ব
‘দ্য ডেক্সটারিটি গ্লোবাল’-এর প্রধান শরদ সাগর জানিয়েছেন গোনপুরা গ্রামের ছেলে প্রেমের বাবা পেশায় একজন দিনমজুর ৷ দেশের মধ্যে সম্ভবত প্রেমই প্রথম এই বৃত্তি পেয়ে লাফায়েত রলেজে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন বলে জানিয়েছেন শরদ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2022 4:25 PM IST