হিন্দুরা শান্তি ও সৌভ্রাতৃত্বে বিশ্বাসী,বিহারের ভোটে প্রমাণিত : দলাই লামা
Last Updated:
‘ধর্মীয় সহিষ্ণুতার জন্যই দুনিয়া ভারতকে চেনে। বেশির ভাগ হিন্দু শান্তি ও সৌভ্রাতৃত্বে বিশ্বাস করেন। সম্প্রতি বিহারের ভোটে সে কথা প্রমাণিত।’ জলন্ধরে এক আলোচনা সভায় এরকমই বক্তব্য শোনা গেল দলাই লামার মুখে।
#জলন্ধর : ‘ধর্মীয় সহিষ্ণুতার জন্যই দুনিয়া ভারতকে চেনে। বেশির ভাগ হিন্দু শান্তি ও সৌভ্রাতৃত্বে বিশ্বাস করেন। সম্প্রতি বিহারের ভোটে সে কথা প্রমাণিত।’ জলন্ধরে এক আলোচনা সভায় এরকমই বক্তব্য শোনা গেল দলাই লামার মুখে। তিনি মনে করেন,শান্তি ও সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে ভারতবর্ষে। সব ধর্ম ও ব্যক্তিকে এখানে সমান সম্মান দেওয়া হয়। ধর্মীয় সহিষ্ণুতার জন্যই সারা দুনিয়া ভারতকে চেনে।
শুক্রবার রাতে প্যারিসে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন বৌদ্ধ ধর্মগুরু। সন্ত্রাসবাদ সম্পর্কে তাঁর মত, বৌদ্ধধর্মের আঁতুরঘর ভারত। ধর্মীয় সহিষ্ণুতা সময়ের দাবি। নিজের দেশে আগে তৈরি করতে হবে শান্তির পরিবেশ। সহিষ্ণুতা ছড়িয়ে দিতে হবে নিজের ঘরে। শিক্ষাঙ্গন থেকেই সে কাজ শুরু করতে হবে। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা আরও বলেন, !ধর্মীয় সহিষ্ণুতা মানে শুধু অন্যান্য ধর্মকে সম্মান করাই নয়, জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে সম্মান দেওয়া। দলাই লামার মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে বিজেপি।‘ওঁর মন্তব্য অজ্ঞতার ফসল’, দলাই লামার মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্যুইট করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মমাণ্যম স্বামী। অন্যদিকে, দলাই লামার বক্তব্যকে স্বাগত জানাল কংগ্রেস, জেডিইউ, এনসিপি।জেডিইউ নেতা কে.সি.ত্যাগি বলেন, উগ্রত্ববাদী শক্তিগুলিকে মুখের মত জবাব দিয়েছেন দলাই লামা।‘বিহারে শান্তি জয়ী হয়েছে,দলাই লামার মন্তব্য তারই প্রমাণ’,মন্তব্য কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের। দলাই লামার বক্তব্য দেশ জোড়া ‘অসহিষ্ণুতা বিতর্ক’ নতুন মাত্রা সংযোজন করল।
advertisement
প্রতিবেদন- এলিনা দত্ত
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2015 12:34 PM IST