Dalai Lama Hospitalized: হাসপাতালে ভর্তি অসুস্থ দলাই লামা, দিল্লি এইমসের কার্ডিও বিভাগে চিকিৎসাধীন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Dalai Lama Hospitalized: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দলাই লামা। সূত্রের খবর, নয়াদিল্লির এইমসে ভর্তি হয়েছেন তিব্বতী বৌদ্ধ ধর্মগুরু।
নয়াদিল্লি: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দলাই লামা। সূত্রের খবর, নয়াদিল্লির এইমসে ভর্তি হয়েছেন তিব্বতী বৌদ্ধ ধর্মগুরু। রবিবার বিকেলেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
এইমসের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব নারাঙ্গের তত্ত্বাবধানে কার্ডিও-নিউরো সেন্টারে ভর্তি করা হয়েছে দলাই লামাকে। একটি প্রাইভেট ওয়ার্ডে রয়েছেন তিনি।
আরও পড়ুন: দুধ ছাড়া চা-কে কেউ বলে লাল চা-কেউ বলে কালো চা, কেউ আবার লিকার চা! এগুলির পার্থক্য কী জানেন?
হড়পা বানে বিধ্বস্ত সিকিমে যাওয়ার কথা ছিল দলাই লামার। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর সিকিমে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তবে রবিবার সকালেই দলাই লামার অফিস থেকে এই সফর পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়।
advertisement
advertisement
বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, গ্যাংটক ও শালুগারায় দলাই লামার সফর পিছিয়ে দেওয়া হয়েছে। তবে কী কারণে পিছোল এই সফর তা নিয়ে কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। এরই সঙ্গে সফর বাতিলের জন্য ক্ষমাও চাওয়া হয়েছে দলাই লামার অফিসের তরফে। পরবর্তী দিনক্ষণ ঘোষণা করা অবধি সফর বাতিল বলেই জানানো হয়েছে।
advertisement
রিপোর্টার– ফারহা খান
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2023 10:28 PM IST