#AmritsarTrainAccident: চোখের সামনে পিষে গেল বহু মানুষ, তারপরও থামেনি সেলফি তোলার ধুম !

Last Updated:
#অমৃতসর: ভয়ানক ঘটনা ৷ রাবণ দহন দেখতে গিয়ে দুর্ঘটনা ৷ নিমেষে মৃত্যু প্রায় ৬০ জনের, আহত আরও অনেকেই ৷ পঞ্জাবের অমৃতসর এবং মানাওয়ালা স্টেশনের মাঝে এই ঘটনা নিয়ে গতকাল থেকেই চাপানউতোর শুরু হয়েছে ৷ তবে ঘটনার সময় ও পরে সেলফি তোলা ও ফোনের ব্যবহারকে কটাক্ষ করেছেন অনেকেই ৷
দুর্ঘটনার যে ভিডিও পাওয়া গিয়েছে তাতে দেখা গিয়েছে প্রচুর মানুষ মোবাইলের ক্যামারা নিয়ে মেতে ছিলেন ৷ তাদের আশেপাশে কী ঘটছে তাতে বিন্দুমাত্র মন ছিল না কারো ৷ সাধারণ মানুষের এমন ব্যবহারে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই ৷ সেলফি ম্যানিয়া নিয়ে নেট দুনিয়ায় আবার করে শুরু হয়েছে জোরদার চর্চা ৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রেললাইনের ধারে রাবণের কুশপুতুল দহনের ব্যবস্থা করা হয়েছিল ৷ সন্ধ্যা ৭টা নাগাদ সবে শুরু হয়েছে অনুষ্ঠান ৷ প্রধান অতিথি ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিংহ সিধুর স্ত্রী নভজ্যোৎ কৌর ৷ রেললাইনের ধারেই প্রায় পাঁচশো থেকে সাতশো মানুষ ভিড় জমিয়ছিলেন অনুষ্ঠান দেখতে ৷ সেখান থেকেই চলছিল মোবাইলে ছবি তোলা। কেউ কেউ ভিডিয়ো-কলও করছিলেন। রাবণ পোড়ানোর সময় আগুন ছিটিয়ে আসতে থাকে ৷ দর্শকরা উঠে আসে রেললাইনে ৷ তখনই দ্রুত গতির দুটি ট্রেন আপ এবং ডাউন লাইনে দ্রুত গতিতে ছুটে আসে ৷ মুহূর্তে ট্রেনে পিষে যান প্রায় ৬০ জন ৷ কিন্তু এই ঘটনাতেও যেন হুশ ফেরেনি অনেকের ৷ তারা তখনও মন দিয়ে মোবাইল ফোনে ছবি তুলতেই ব্যস্ত ছিল ৷ এই ঘটনা হতাশ করেছে অনেকেই ৷ কেন এভাবে আশেপাশের ঘটে যাওয়া ঘটনাকে অগ্রাহ্য করে মোবাইলে মন দেন জনতা, উঠছে সেই প্রশ্ন ৷
advertisement
এই নিয়ে ট্যুইট করেছেন নেতা-মন্ত্রীরা ৷ দেখুন
দুর্ঘটনার পরও মানুষের মোবাইল নিয়ে ব্যস্ততা দুর্ভাগ্যজনক, বলছেন আপ নেত্রী প্রীতি ৷ দুর্ঘটনার পরও মানুষের মোবাইল নিয়ে ব্যস্ততা দুর্ভাগ্যজনক, বলছেন আপ নেত্রী প্রীতি ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
#AmritsarTrainAccident: চোখের সামনে পিষে গেল বহু মানুষ, তারপরও থামেনি সেলফি তোলার ধুম !
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement